ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদক বাণিজ্যে রাঘববোয়াল

সোমা মুৎসুদ্দী

প্রকাশিত: ২০:৫২, ১০ আগস্ট ২০২২

মাদক বাণিজ্যে রাঘববোয়াল

মাদক বাণিজ্যে রাঘববোয়াল

বাংলাদেশের প্রতিটি আনাচে কানচে আজ মাদকে ছেয়ে গেছে, মাদকের ভয়াল গ্রাস আজ কেড়ে নিচ্ছে তাজা  প্রাণ, ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকেবাংলাদেশে মাদকের চাহিদা অনেক বেশি, তাই পাল্লা দিয়ে সরবরাহও অনেককিন্তু সরবরাহ যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে দিন দিন চাহিদা বেড়েই চলবেবাংলাদেশকে মাদক পাচারের মাধ্যমও ধরা হয় এবং ব্যবহার করা হয়২০১৫ সালে চট্টগ্রাম বন্দরে তরল কোকেনের চালান ধরা পড়েআর এই চালান পাঠানো হয় বলিভিয়া থেকে১০৭ ড্রাম সানফ্লাওয়ার তেলের মধ্যে দুড্রাম কোকেন ছিলপরে পরীক্ষা করেও কোকেন থাকার বিষয়টি ধরা পড়ে

বাংলাদেশে কোকেন বিষয়ক অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডআমাদের ১৬ কোটি মানুষের দেশে এখন মাদকসেবীর সংখ্যা প্রায় ৭০ লাখআর এসবে মাদকের শীর্ষে রয়েছে ইয়াবাযেটা উত্তেজক মাদক হিসেবেও ধরা হয়এছাড়াও হেরোইন, গাঁজা ও ফেনসিডিলের ব্যবহারও দেখা যায়২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত চার বছরে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর উদ্ধার করেছে ৪৮ কেজি হেরোইন, ১৬ হাজার কেজি গাঁজা, দেড় লাখ বোতল ফেনসিডিল এবং ৫০ লাখ পিস ইয়াবাএর বাইরে পুলিশ বিজিবি ও কোস্টগার্ডরা বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেযে পরিমাণ মাদক ধরা পড়ে সেটা বিক্রি হওয়া মাদকের মাত্র ১০ শতাংশবাকি ৯০ শতাংশ মাদক ধরা পড়ে না

বাংলাদেশেই শুধু ইয়াবা ট্যাবলেটেরই বিক্রি হয় ৪০ কোটির মতোপ্রতি ট্যাবলেটের দাম ২০০ টাকা হিসেবে যার বাজার মূল্য প্রায় আট হাজার কোটি টাকাবাংলাদেশের মাদকসেবীদের মধ্যে পুরুষের পাশাপাশি নারীও আছেআমাদের দেশে মাদকের ব্যবহার কেন কমছে না এই প্রশ্নের উত্তর সবার জানামাদক দ্রব্যের অবৈধ অর্থনীতির আকার এখন বেশ বড় যদি বড় ব্যবসায়ী বলা হয়, তাহলে তেমন মাদক ব্যবসায়ী আছে পাঁচ হাজারনেতা, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাসহ অনেকেই জড়িত আছেন মাদক ব্যবসার সঙ্গেবাংলাদেশে শুধু শহরেই নয়, গ্রাম এলাকাতেও দেখা যায় মাদকের ভয়াল থাবামাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে সরকারকে অবশ্যই কঠোর আইন প্রয়োগ করতে হবে, মাদকের রুটগুলোতে টহল বাড়াতে হবে এবং যারা মাদকে আসক্ত সেসব যুব সমাজকে চিকিসার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবেতবেই আমরা জাতি হিসেবে মাদকমুক্ত একটি দেশ গড়তে পারবআমাদের যুব সমাজও রক্ষা পাবে মাদকের ভয়াল থাবা থেকে

নন্দনকানন, চট্টগ্রাম থেকে

×