
ছবি: সংগৃহীত
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর বিমান দুর্ঘটনার উদ্ধার কাজে অনেক লোমহর্শক এবং মানবিক ঘটনা ঘটেছে। যার বর্ণনা অনেক উদ্ধারকর্মীর মুখেই উঠে এসেছে । ঘটনাস্থলে পা রাখতেই থমকে দাঁড়াতে হয়। সামনে পড়ে আছে দুটি নিথর দেহ। বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপের নিচে থেমে গেছে তাদের জীবন, তাদের নিঃশ্বাস। বাতাস ভারী, সময় যেন থমকে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর এই অফিসার বলেন, প্রথমে ঢুকেই আমরা দুটি লাশ দেখতে পাই, সম্ভবত তারা মা ও ছেলে। আমাদের কাছে আমাদের ইউনিফর্ম টা খুবই গর্বের, কিন্তু ওই সময় আমি এবং সৈনিক আশিক ইউনিফর্ম খুলে তাদের গায়ে পেচিয়ে দেই কারণ আমাদের ইউনিফর্মের সম্মানের থেকে তাদের সম্মানটা আরো বেশি।
কোনো ব্যাজ বা পদবির পরিচয় নয়, এই কাজটিই যেন বলে দেয়—বাংলাদেশ সেনাবাহিনী কেবল রণাঙ্গনের সৈনিক নয়, মানবতার এক নির্ভরযোগ্য নাম।
সূত্র: https://www.facebook.com/reel/1334823975312227
ফারুক