ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কুমিল্লায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ

রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে আগামী ৫ আগষ্ট জুলাই ঘোষণাপত্র হতে পারে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ২১:৫১, ১১ জুলাই ২০২৫

রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে আগামী ৫ আগষ্ট জুলাই ঘোষণাপত্র হতে পারে

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের পরিকল্পনা করছে সরকার।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কাজ চলছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ও প্রস্তাবনা জমা দিয়েছে। এখন আবারও সেই কার্যক্রম চালু রয়েছে। সরকার চাইছে ৫ আগস্টের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করতে, তবে সেটি রাজনৈতিক ঐক্যমতের ওপর নির্ভরশীল। আশা করছি, সেই ঐক্যমত দ্রুত আসবে।”

এর আগে তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল এবং কাজী নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মো. শহীদুল্লাহ।

শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে ‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস—১১ জুলাই’ শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ২০২৪ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দিনটিকে ‘গণঅভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হায়দার আলী।

আসিফ

×