ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কুবিতে ক্যারিয়ার ম্যাপিং সেশন অনুষ্ঠিত

মোহাম্মদ জোবাইর হোসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ২০:৩৮, ১২ জুলাই ২০২৫

কুবিতে ক্যারিয়ার ম্যাপিং সেশন অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ফান্ডামেন্টাল স্কিল ১.০’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির তৃতীয় সেশন। এন্ট্রপ্রেনিয়রশিপ এ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব-(ইএলডিসি) এর আয়োজনে অনুষ্ঠিত হয় সেশনটি। 

শনিবার (১১ জুলাই) বিকাল ৩টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এই সেশনের শিরোনাম ছিল ‘ক্যারিয়ার ম্যাপিং: টার্নিং এ্যাম্বিশনস ইনটু এচিভমেন্টস’। সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর সহকারী পরিচালক শরীফুল ইসলাম।

মূল আলোচনায় শরীফুল ইসলাম বলেন, ‘প্রতিযোগিতামূলক এই সময়ে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে বাস্তবায়নের জন্য চাই সুপরিকল্পনা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস। আমি বিশ্বাস করি, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই সাফল্যের সম্ভাবনা রয়েছে, যদি তারা সময়মতো নিজেদের লক্ষ্য নির্ধারণ করে সঠিক পথে এগিয়ে যায়।’

এ ছাড়াও তিনি তার বিসিএস প্রস্তুতির অভিজ্ঞতা, তথ্য ক্যাডারে চাকরির বাস্তবতা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নানা দিকনির্দেশনা তুলে ধরেন।

ইএলডিসি'র সাধারণ সম্পাদক কাজী যুহায়ের আনান লাজিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কেবল পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আজকের সেশনটি তরুণদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

ইএলডিসি’র সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, ‘এটি শুধুমাত্র একটি সেশন নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা যা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের যাত্রায় সহায়ক ভূমিকা রাখছে। আমরা আশা করি, তরুণদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এমন কার্যকর সেশন ধারাবাহিকভাবে আয়োজন করতে পারব ইন শা আল্লাহ।’

Jahan

×