
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তে এখন থেকে ২১ বছর বয়সী বাংলাদেশিরা মাত্র ৪% সুদে স্টার্টআপ লোন নিতে পারবেন। আজ (৯ জুলাই) জারি করা একটি মাস্টার সার্কুলারে এই ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মূল তথ্য এক নজরে:
- স্টার্টআপ লোনের জন্য ন্যূনতম বয়স ২১ বছর
- সুদের হার মাত্র ৪%, তিন মাস অন্তর পরিশোধযোগ্য
- সর্বোচ্চ ঋণের পরিমাণ বাড়িয়ে ২ কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত
- ১২ বছরের কম পুরোনো স্টার্টআপরাও আবেদন করতে পারবে
- ৫০০ কোটি টাকার নতুন ‘স্টার্টআপ ফান্ড’ গঠন
- প্রথমবারের মতো ব্যাংকগুলোকে ইক্যুইটি বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে
নতুন-পুরাতন উদ্যোক্তাদের জন্য সুবর্ণ সুযোগ
যেসব স্টার্টআপ ইতিমধ্যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারাও এই সুবিধা পাবে – তবে শর্ত হলো, প্রতিষ্ঠার তারিখ থেকে ১২ বছরের বেশি পুরোনো হলে হবে না।
ঋণের পরিমাণ ও সুবিধা বেড়েছে
আগে যেখানে সর্বোচ্চ ঋণসীমা ছিল ১ কোটি টাকা, এখন সেটি উন্নীত হয়েছে ২ কোটি থেকে ৮ কোটি টাকায় – যা নির্ভর করবে স্টার্টআপটির উন্নয়নের ধাপের ওপর।
এই ঋণ বিতরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক ৫০০ কোটি টাকার একটি রিফাইন্যান্সিং ফান্ডও চালু করেছে, যেখান থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহায়তা পাবে।
ইক্যুইটি ফাইন্যান্সিংয়ের যুগে প্রবেশ
এই প্রথমবারের মতো ব্যাংকগুলোকে শুধু ঋণ নয়, স্টার্টআপে ইক্যুইটি ইনভেস্টমেন্ট করার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাংকগুলো সরাসরি কোনো স্টার্টআপের মালিকানার অংশ কিনতে পারবে।
এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি নতুন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে এই বিনিয়োগগুলো পরিচালিত হবে।
কেন এই উদ্যোগ?
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন নীতিমালার লক্ষ্য হলো উদ্ভাবন, কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করা। পাশাপাশি, এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নের পথকেও সুগম করবে।
ভবিষ্যতে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির গঠন ও পরিচালনার বিস্তারিত নির্দেশনা একটি পৃথক সার্কুলারে জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই সুযোগ যেন দেশের তরুণ উদ্যোক্তাদের নতুন করে স্বপ্ন দেখায়। আর্থিক সহায়তার এই দরজা খুলে গেলে অনেক নতুন ধারণা বাস্তব রূপ নিতে পারবে।
তরুণরা, প্রস্তুত তো? এবার শুরু হোক স্টার্টআপ যাত্রা!
মারিয়া