
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
এদিকে নতুন শুল্ক হার নির্ধারণের বিষয়টি জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসকে চিঠি দিয়েছে ট্রাম্প। এভাবে তিনি আরও ১৩টি দেশকে চিঠি দিয়েছেন।
চিঠিতে ট্রাম্প বাংলাদেশ কীভাবে নতুন এই শুল্ক হার থেকে রক্ষা পেতে পারে তাও উল্লেখ করেছেন। চিঠিতে ট্রাম্প বলেন, বাংলাদেশের বিভিন্ন কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। বস্তুত আমরা সম্ভাব্য সব কিছু করব যাতে দ্রুত, পেশাদারিত্বের সঙ্গে ও নিয়মিতভাবে অনুমোদন পাওয়া যায়, অন্যভাবে বললে কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
চিঠিতে ড. ইউনসূকে সতর্ক করে আরও বলা হয়েছে, যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন, তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন, তা আমাদের আরোপিত ৩৫ শতাংশ শুল্কের ওপর যোগ করা হবে।
তাসমিম