
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। যারা অভ্যুত্থান সফল করেছিল, তারা এখনো জাগ্রত ও রাজপথে আছে। আমরা দখলদারিত্ব চাই না। যদি দখলদারিত্ব ও পুরনো সন্ত্রাসের রাজত্ব ফিরে আসতে দেবো না।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দিনাজপুরের কৃষক যে খাদ্য উৎপাদন করেন সেই খাদ্য দিনাজপুরের মানুষের জন্য খরচ করতে হবে। দিনাজপুরে উৎপাদিত খাদ্য শস্য দিনাজপুরের মানুষের কাজে রাগাতে হবে।
তিনি বলেন, আমরা মিথ্যা আশ্বাস দিয়ে যাবো না। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। বাংলাদেশের নতুন সংবিধানে জুলাই ঘোষণাপত্র থাকতে হবে।
রিফাত