
সংবিধান ছুঁড়ে ফেলার কোন জিনিস নয়। এর সাথে জাতির অস্তিত্ব মিশে আছে। সংস্কার শেষে এই সংবিধানের অধীনেই দেশ চলবে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় রিজভী বলেন, দুর্বৃত্তদের দ্বারা এই দেশকে ঠেলে দেয়া যাবে না। দলের মধ্যে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে বিএনপি আপোষহীন। ইতোমধ্যে চার থেকে ৫ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলের নামে যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির এই মুখপাত্র।
রিজভী বলেন, সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়। অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। দুই একজন দুষ্টের জন্য দুই একজনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য দলের বদনাম হবে এটা আমরা কখনোই চাই না। এ ব্যাপারে সব সময় কঠোর হস্তক্ষেপ এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয়।
সূত্রঃ https://youtu.be/cADDGjc1KbI?si=Dl9vWuH6etpfNHvx
রিফাত