ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইসি খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে: ড. খলিলুর রহমান

প্রকাশিত: ১৬:৩৪, ১৩ জুন ২০২৫; আপডেট: ১৬:৩৯, ১৩ জুন ২০২৫

ইসি খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে: ড. খলিলুর রহমান

ছবি: অভিজিৎ রায় 

লন্ডনের সেন্ট্রাল পার্ক লেনের বিলাসবহুল হোটেল 'দি ডরচেস্টার'-এ অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গুরুত্বপূর্ণ বৈঠক।

 

 

বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টার দিকে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। বৈঠক শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে হাসিমুখে হোটেল থেকে বেরিয়ে আসেন তারেক রহমান।

বৈঠকে জাতীয় রাজনীতি, আসন্ন নির্বাচন ও সম্ভাব্য কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে ড. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন (ইসি) খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়েছে।”

এই বৈঠককে ঘিরে লন্ডনে রাজনৈতিক অঙ্গনে তীব্র আগ্রহ দেখা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি আগামী দিনের রাজনৈতিক গতিপ্রবাহে বড় প্রভাব ফেলতে পারে।
 

ছামিয়া

×