ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আ’লীগ সন্ত্রাসী সংগঠন, আ’লীগকে নিষিদ্ধ না করলে দেশের মানুষ শান্তি পাবে না

প্রকাশিত: ২২:০৭, ৯ মে ২০২৫; আপডেট: ২৩:০৯, ৯ মে ২০২৫

আ’লীগ সন্ত্রাসী সংগঠন, আ’লীগকে নিষিদ্ধ না করলে দেশের মানুষ শান্তি পাবে না

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন আজ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা। এক জন মন্তব্য করেন, "যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, তাহলে আবারও একটি জুলাই দেখতে হবে বাংলাদেশকে।" অন্য এক ব্যক্তি বলেন, "বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নেমে এসেছে, তাদের একটাই দাবি—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।" এছাড়া আরও একজন জানান, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া এই দেশের মানুষ কখনোই শান্তি পাবে না।" অন্য এক ব্যক্তি বলেন, "বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত।" 

তারা দাবি করেন, "ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রকৃত উন্নতি চায়নি। আমরা এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।" তাদের মতে, আওয়ামী লীগের পতন না হলে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না। "আমরা আরও একটি জুলাই দেখতে চাই না," তারা আরও বলেন। "যত লাশের বন্যা বয়ে যায় যাক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই আমাদের একদফা দাবি।" 

তাদের ভাষ্যমতে, "এই সরকার আমাদের দ্বারা নিয়োগ করা হয়নি, কিন্তু ছাত্রজনতার দাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। তিনজন উপদেষ্টা মন্ডলীকে জানাতে চাই, যদি ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, তবে তাদেরও আমাদের দরকার নেই। আমরা একটি বিপ্লবী সরকার গঠন করব, ইনশাআল্লাহ।" 

এছাড়া তারা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান। "বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে," তারা বলেন। "বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে, তাদের একটাই দাবি—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।"

তারা আরও বলেন, "আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, জঙ্গিবাদ রোধ হবে এবং ভারতের আধিপত্যও কবর রচিত হবে, ইনশাআল্লাহ।"

আন্দোলনকারীরা জানান, "এটি একটি বিপ্লবী দাবি, এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, তাহলে তাদের জীবনের কোনও নিরাপত্তা থাকবে না। তারা চান,  অন্তবর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক।" 

তারা আরও অভিযোগ করেন যে, প্রশাসনে ফ্যাসিজমের বীজ প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি রাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি করছে, যার ফলে রাষ্ট্রের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা চলছে। "যেমনটি আমরা দেখেছি গত ২৭ এপ্রিল গাজীপুরে শহীদ রহিসউদ্দিনের হত্যার বিচার দাবিতে রাজপথে নেমে আসা ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করা হয়েছিল," তারা বলেন।

তাদের দাবি হলো—আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ছাত্র জনতার আন্দোলন অব্যাহত থাকবে। 

তথ্যসূত্রঃ https://youtu.be/wOMODhTDB20?si=-dCgmhDa2g_SkNDx

মারিয়া

×