
ছবিঃ প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে রকিব মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ধরখার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রকিব মিয়া ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মানিক ভাণ্ডারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত (২১ এপ্রিল) উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিশু আশা মনি (১৬) কে ঘরে রেখে মা রেলী বেগম এবং স্বামী সুজন খান সকালে জরুরী কাজে ঢাকা চলে যায়। পরে রাত পৌনে বারোটায় বাড়িতে এসে ঘরের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে, প্রতিবেশী রকিব মিয়া ও শারীরিক প্রতিবন্ধী শিশু আশা মনিকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পায়। তারা তাকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে পালাইয়া যায়। পরে আশা মনির মা বাদী হয়ে আখাউড়া থানায় ধর্ষণ মামলা করলে পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রকিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাটি সে স্বীকার করে।
আরশি