ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এবার মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

প্রকাশিত: ১৩:০৫, ২৯ এপ্রিল ২০২৫

এবার মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

ছবি: সংগৃহীত।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন মাসের জন্য এ আদেশ দেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম।

তিনি জানান, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে একটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন বনশ্রীর বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। শুনানি শেষে হাইকোর্ট ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেন এবং এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের ব্যাখ্যা চেয়ে রুল জারি করেন।

রিটের আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, “বনশ্রী একটি সম্পূর্ণ আবাসিক এলাকা। এখানে পশুর হাট বসালে তা সড়কজুড়ে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের চরম ভোগান্তির সৃষ্টি হয়। এলাকাবাসীর স্বার্থেই এই রিট দায়ের করা হয়।”

হাইকোর্টের আদেশে ঈদের সময় বনশ্রী এলাকায় পশুর হাট বসানো থেকে ডিএসসিসিকে বিরত থাকতে হবে।

নুসরাত

×