ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

র‍্যাব সেজে সব লুট করে নিতেন তারা!

প্রকাশিত: ০১:১৪, ১০ মার্চ ২০২৫

র‍্যাব সেজে সব লুট করে নিতেন তারা!

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ঈদের ছুটির সময় এই চক্রটি সক্রিয় হয়ে ডাকাতি চালাতো। দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন স্থানে র‍্যাব পরিচয়ে ডাকাতি, অস্ত্র ও মাদক ব্যবসা, সিএনজি ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এছাড়া পার্শ্ববর্তী এলাকাগুলোতে তারা চাঁদাবাজি, ভূমি দখল, চুরি, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। র‍্যাব আরও জানায়, একটি পতিত রাজনৈতিক দলের কিছু কাউন্সিলর এই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, যার ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিও দেখুন: https://youtu.be/Ltm855YsTUk?si=-Zi6NfVepQU-CxLv

এম.কে.

আরো পড়ুন  

×