ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মাতৃভূমি অথবা মৃত্যু: আতিফ আসলামের কনসার্টে উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ১৩:৫৪, ৩০ নভেম্বর ২০২৪

মাতৃভূমি অথবা মৃত্যু: আতিফ আসলামের কনসার্টে উপদেষ্টা আসিফ

শুক্রবার(২৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত "ম্যাজিক্যাল নাইট ২.০"  ইভেন্টের একটি অংশ, জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা, এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বক্তব্যে আসিফ মাহমুদ জুলাই আন্দোলনের চিরন্তন গুরুত্ব তুলে ধরেন এবং শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশকে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সবারপ্রতি।

বক্তব্যের শেষে তিনি বলেন, "সুখে, দুখে, আনন্দ কিংবা বেদনায়, সর্বদা, আমাদের ভাইয়েরা, যারা আমাদের সাথে মিছিলে গুলি খেয়ে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আমরা তাদের সবসময় স্মরণে রাখবো। এবং তাদের স্পৃহা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক সাথে লড়ে যাবো। মাতৃভূমি অথবা মৃত্যু।"

ট্রিপল টাইম কমিউনিকেশন কর্তৃক আয়োজিত এই ইভেন্টে জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলামসহ বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা, যেমন তাহসান খান, কাকতাল এবং স্থানীয় কাওয়ালি ব্যান্ড কাশিদা, পারফর্ম করেন। এটি ছিল আতিফ আসলামের ঢাকায় চতুর্থ পরিবেশনা, এর আগে তিনি ২০১৩, ২০১৬ এবং চলতি বছরের এপ্রিল মাসে শো করেছিলেন।

×