ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বদলি

প্রকাশিত: ১১:৫৫, ৭ আগস্ট ২০২৪; আপডেট: ১২:০০, ৭ আগস্ট ২০২৪

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বদলি

ডিএমপির কমিশনার হাবিবুর রহমান

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ব্যাপক রদবদল চলছে।  এরই অংশ হিসেবে বদলি করা হয়েছে ডিএমপির কমিশনার হাবিবুর রহমানকে। তাকে সংযুক্ত করা হয়েছে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে। ডিএমপিতে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।

বুধবার (৭ আগস্ট) এ নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মাইনুল হাসান চলতি দায়িত্বে ডিএমপির পুলিশ কমিশনার নিয়োগ পেয়েছেন।

এছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান। 

গোপালগঞ্জের সন্তান হাবিবুর রহমান ছিলেন ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।

তাসমিম

×