ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: রিমান্ডে ৪ জন

প্রকাশিত: ১৯:৪৭, ২ মার্চ ২০২৪

বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: রিমান্ডে ৪ জন

বেইলি রোডের এই ভবনটি ভয়াবহ আগুনে পুড়ে যায়।

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার গ্রিনকজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল সহ চারজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২ মার্চ) আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত অন্যান্যরা হলেন- কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিনকজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় ৪৬ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। এছাড়া, ১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। এখন পর্যন্ত ৪৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

এম হাসান

×