ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কানাডার আকাশে বিরল মেরুপ্রভা

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১:৫৭, ১২ আগস্ট ২০২২

কানাডার আকাশে বিরল মেরুপ্রভা

কানাডার আকাশে বিরল মেরুপ্রভা

গত ৮ আগস্ট সোমবার সূর্য থেকে নির্গত একটি জিওম্যাগনেটিক বা ভূ-চৌম্বকীয় ঝড় এসে পৌঁছায় পৃথিবীতে। এর প্রভাবে দক্ষিণ কানাডার আকাশে চমৎকার বিরল সবুজ আভা দেখা যায়। বিজ্ঞানের ভাষায় এই সবুজ আভা অরোরা বা মেরুপ্রভা রহিমুল্লাহ হাক্কানিকে হামলার নিশানা করেছিল। আগের কয়েকটি হামলা থেকে হাক্কানি প্রাণে বেঁচে গিয়েছিলেন। রহিমুল্লাহ হাক্কানি ছিলেন আফগান তালেবান সরকারের সমর্থক এবং ‘ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ’ (আইএসকে)-এর ঘোর সমালোচক। আইএসকে জঙ্গীগোষ্ঠী আইএসের আঞ্চলিক শাখা। এই শাখা আফগানিস্তানে সক্রিয় এবং তারা তালেবান শাসনের বিরোধী।

×