ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাঙ্কিপক্স মোকাবেলায় বিমানবন্দরে পরীক্ষা হবে

প্রকাশিত: ১৭:২০, ২৩ মে ২০২২

মাঙ্কিপক্স মোকাবেলায় বিমানবন্দরে পরীক্ষা হবে

অনলাইন রিপোর্টার ॥ মাঙ্কি পক্সের সংক্রমণ মোকাবেলায় বিমানবন্দরে কঠোর সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী। করোনাকালের মতোই বিদেশ থেকে আগত যাত্রীদের শরীরে তাপমাত্রাসহ আর কোন উপসর্গ আছে কিনা তা যাচাই করা হবে। সোমবার (২৩শে মে) দুপুরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন, যেসব দেশে মাঙ্কি পক্সের সংক্রমণ দেখা গেছে সেসব দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। তিনি আরও বলেন, আগামী ৩১শে মে থেকে হজ যাত্রা পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি আরব থেকে অনুমোদন পেলে সেদিন থেকেই বিমানের হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
×