ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সংস্কৃতি সংবাদ

‘রোকেয়া এখন বেঁচে থাকলে অনেক খুশি হতেন’

প্রকাশিত: ২৩:০৯, ১০ ডিসেম্বর ২০২০

‘রোকেয়া এখন বেঁচে থাকলে অনেক খুশি হতেন’

স্টাফ রিপোর্টার ॥ ‘নারীমুক্তি আন্দোলনের অগ্রপথিক মহীয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি যদি আজ সশরীরে বেঁচে থাকতেন, তাহলে অনেক খুশি হতেন। কারণ, এখন সমাজে নারীরা আগের মতো পিছিয়ে নেই। এখন নারীরা অনেক অগ্রসর। বেঁচে থাকলে তিনি আরও খুশি হতেন আমাদের এই স্বাধীন দেশ দেখে। শুধু যে নারীরা বেগম রোকেয়ার দ্বারা প্রভাবিত হতো তা নয়, অনেক পুরুষরাও সে সময় প্রভাবিত হয়েছে’Ñ ‘রোকেয়া মানস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন অতিথিরা। বাঙালী মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে ‘রোকেয়া মানস’ শীর্ষক এক সেমিনার হয় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বুধবার বিকেলে। জাতীয় জাদুঘর আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মোঃ বদরুল আরেফীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রাবন্ধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেগম আকতার কামাল। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক প্রভোস্ট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাজমা শাহীন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সেমিনারটি সঞ্চালনা করেন জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। মূল বক্তব্য উপস্থাপনে অধ্যাপক ড. বেগম আকতার কামাল বলেন, বেগম রোকেয়া তার স্বামীর দ্বিতীয় স্ত্রী ছিলেন। মুসলিম সমাজে পুরুষের জাগরণ যখন সৃষ্টি হয়, তখন বেগম রোকেয়া নারীদের মুক্তি আন্দোলনের ডাক দেন। তার লেখা-লেখির মধ্য দিয়ে এটার তর্ক-বিতর্ক আমরা পাই। বাড়ি বাড়ি ঘুরে ছাত্রী জোগাড় করে স্কুলে নিয়ে আসতেন লেখা-পড়ার জন্য। তিনি অনেক দায়িত্বশীল ছিলেন। তার বক্তব্য ছিল, শুধু রূপ নয়, গুণই নারীর বৈশিষ্ট্য। একজন আদর্শবাদী মানুষ ছিলেন বেগম রোকেয়া। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, আমরা বেগম রোকেয়ার লেখনী থেকে জানতে পারি তার স্বামীর মৃত্যুর পর তিনি সাহিত্যে প্রবেশ করেন। তার স্বামীর দ্বিতীয় স্ত্রী তিনি। এমনও হতে পারে পুত্র সন্তান লাভের জন্য কিংবা অসুস্থ স্বামীর দেখাশোনার জন্য তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছিলেন। বর্তমান সমাজে নারীরা মেধাতে অনেক এগিয়ে। আমাদের দেশে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়।
×