
বোয়ালমারীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৯ মে ॥ উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামে মঙ্গলবার বিকেল তিনটার দিকে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাকিয়ার শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। সে ওই গ্রামের আলেক শেখের ছেলে। সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। রূপাপাত ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোশাররফ মাস্টার ও বিএনপি সমর্থিত ৮নং ওয়ার্ডের মেম্বার ইলিয়াসের পক্ষের সংঘর্ষের সময় ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বোয়ালমারী থানা পুলিশ, ডহরনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে।