ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

খুলনা মেডিক্যালে মৃত তিনজনের নমুনা ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ০৯:৩৫, ২৮ মার্চ ২০২০

 খুলনা মেডিক্যালে মৃত তিনজনের নমুনা ঢাকায় প্রেরণ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মেডিক্যাল কলেজ (কেএমসি) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে শ্বাস কষ্টসহ অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হয়ে মৃত্যুবরণকারী মোস্তাহিদুর রহমান (৪৮) এবং করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া আরও দুই রোগীর শরীরের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য শুক্রবার সকালে তাদের নমুনা বিশেষ ব্যবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের ফোকাল পয়েন্ট আরপি ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সার্জারি ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরে মৃত্যুবরণকারী মোস্তাহিদুর রহমান (৪৮) এবং করোনা আইসোলেশনে ভর্তি পুলিশ সদস্য জহুরুল ইসলাম (২৫) ও মিনারা বেগমের (২৫) শরীরের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তারা করোনাভাইরাসে আল্ডান্ত কি না। এদিকে শুক্রবার সকালে মেহেরপুর থেকে আসা আর এক রোগীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এ নিয়ে খুমেক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ৫ জন রোগী ভর্তি হলেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ জানান, এই হাসপাতালটিকে করোনাভাইরাস আল্ডান্তদের চিকিৎসা ও পরিচর্যার জন্য প্রস্তুত করা হয়েছে। এজন্য অন্য রোগী ভর্তি করা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সার্জারি ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের মোট ২০৯ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে করোনা ইউনিট ছাড়া অন্য কোন বিভাগে রোগী নেই। খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে খুলনায় মোট ১৭২৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে নতুন যুক্ত হয়েছেন ১১৫ জন। এছাড়া কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ১১৯ জনকে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!