স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ শহরের কৃষ্ণপুর চড়ুয়াপাড়ায় সুপারীর গাছ কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪৩) ও আব্দুল খালেক (৪৫) নামে দু’শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে ওই গ্রামের মনিরের বাড়িতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশ জানান, পার্শ্ববর্তী করিমের খামার গ্রামের আবেদ আলীর পুত্র আব্দুল খালেক ও মোগলবাসা ইউনিয়নের চর ভেলাকোপা গ্রামের উমর আলীর পুত্র আব্দুর রহমান শহরের চড়ুয়াপাড়ায় মনিরের বাড়িতে কাজ করতে যায়। সেখানে সুপারী গাছ তুলে অন্যত্র স্থাপন করার সময় গাছ হেলে পরে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নোয়াখালীতে স্কুলছাত্র
নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, কবিরহাটে বিদ্যুতস্পৃষ্টে ইকবাল (১০), নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাল কুড়াতে গিয়ে উপজেলার কবিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের সুনীল ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে। সে ফতেজঙ্গপুর গ্রামের বেলায়েতের ছেলে এবং ফতেজঙ্গপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। জানা যায়, রাতে বৃষ্টি হওয়াতে বিদ্যুতের তারসহ একটি গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যায়। পরে সকালে ইকবাল তাল কুড়াতে গিয়ে অনবধানবশত ওই বিদুত্যের তারে পৃষ্ট হয়ে মারা যায়।
নীলফামারীতে শ্রমিক
স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বৈদ্যুতিক খুঁটিতে উঠে ডিশ লাইনের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় এক শ্রমিক নিহত হয়েছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার চাঁদখানা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম (২০) একই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। জানা যায়, ঘটনার সময় আসাদুল ইসলাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝাপাড়া এলাকার একটি বাড়ির ডিশের লাইন মেরামত করার সময় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিল।