ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গফরগাঁওয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

প্রকাশিত: ০৯:৩৭, ২৩ মে ২০১৯

 গফরগাঁওয়ে চালককে অজ্ঞান করে  ইজিবাইক ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২২ মে ॥ গফরগাঁওয়ে চালক মুনসুর আলী (৩৫)কে অজ্ঞান করে হাসপাতালে ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পৌর শহরের সালটিয়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের গো-হাটা অটো স্ট্যান্ড থেকে অজ্ঞাতনামা দু’ব্যক্তি মুনসুর আলীর ইজিবাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এর এক পর্যায়ে রাত ৮টার দিকে পৌর শহরের সালটিয়া এলাকায় ইজিবাইকের চালক মুনসুর আলীকে চেতনানাশকের মাধ্যমে অজ্ঞান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডের ভেতর ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়।
×