ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আজকের চাঁদ হবে বড় ও লাল আভা যুক্ত

প্রকাশিত: ০৫:০৪, ২১ জানুয়ারি ২০১৯

আজকের চাঁদ  হবে বড় ও  লাল আভা যুক্ত

স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার চাঁদকে দেখা যাবে লাল আভায় পরিপূর্ণ। কারণ এদিন পূর্ণ চন্দ্রগ্রাস ঘটবে। এ সময়ের চাঁদকে বলা হয় ‘সুপার ব্লাড মুন’। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ড বিএসটিতে গ্রহণ শুরু হয়ে দুপুর ১টা ৪৮ মিনিট বিএসটিতে শেষ হবে। সকাল ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণের মাত্রা হবে সর্বোচ্চ ১.১৯৫৩ । পৃথিবীর অনেক দেশ থেকে দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। তবে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের কোন দেশ থেকেই এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আজিজুর রহমান। আবহাওয়া অধিদফতর জানায়, বাংলাদেশে সুপার ব্লাড মুন দেখা যাবে না। উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে। গ্রহণ চলার সময় পৃথিবীর খুব কাছে থাকবে চাঁদ। ফলে চাঁদকে স্বাভাবিকের তুলনায় চেহারায় প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে। তাই লাল চাঁদ হয়ে উঠবে ‘সুপার ব্লাড মুন’। তাই ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে না এশিয়াসহ বিশ্বের অনেক দেশে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, চাঁদ ও সূর্যের সঙ্গে এক সরলরেখায় পৃথিবী চলে এলে চন্দ্রগ্রহণ হয়। তখন সূর্যের আলো পৃথিবীতে আটকে গিয়ে আর চাঁদে পৌঁছাতে পারে না। ফলে চন্দ্রগ্রহণ হয়। আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠ লাল আভায় উছলে উঠতে দেখা যাবে। পৃথিবী থেকে প্রসারিত আলো চাঁদের অন্ধকার স্থানে গিয়ে পড়ার কারণে এমনটি হবে। এ দৃশ্যকে সুপার ব্লাড মুন বলা হয়। নীল ও বেগুনি বর্ণের তুলনায় লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি ছড়িয়ে যেতে পারে, তাই চাঁদ হবে লাল বলের মতো। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, এরপর ২০২১ সালের ২৬ জুন আবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এর আগে ২০১৮ সালের ২৭ জুলাই শেষবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়। ভারত থেকেও দেখা যাবে না ‘সুপার ব্লাড মুন’॥ রবিবার কলকাতার আনন্দবাজার পত্রিকার অনলাইনে লেখা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশের পশ্চিম অংশ ও ইউরোপের কয়েকটি দেশ থেকে। তবে ভারত থেকে দেখা যাবে না এই গ্রহণ। এশিয়া মহাদেশের কোন দেশ থেকেই এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা না যাওয়ার কারণ উল্লেখ করে আনন্দবাজার পত্রিকার অনলাইনে লেখা হয়েছে, প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম (পিএসটি) অনুসারে ২০ জানুয়ারি, রবিবার সন্ধ্যা ৭ টা ৩৪ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। যা ভারতীয় সময়ে ২১ জানুয়ারি, সোমবার সকাল ৯ টার কাছাকাছি। দিনে সূর্যের আলোয় ঢাকা পড়ে যায় চাঁদ। তাই এ বার ভারত থেকে দেখা যাবে না সেই গ্রহণ। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।

আরো পড়ুন  

×