ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

হাইকোর্টের রুল

ঢাকার দুই সিটির হোল্ডিং ট্যাক্সের নতুন নোটিস স্থগিত

প্রকাশিত: ০৫:৩৩, ১০ আগস্ট ২০১৬

ঢাকার দুই সিটির হোল্ডিং ট্যাক্সের নতুন নোটিস স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগরীর বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে প্রদানে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়া নোটিসের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। নোটিস কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। দুই সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিবসহ ৫ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রাজধানীর হাজারীবাগের ১৫৪ ট্যানারি কারখানার ক্ষতিপূরণ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল না দেয়ায় শিল্প সচিবকে আইনী নোটিস (লিগ্যাল নোটিস) পাঠিয়েছেন রিটকারী আইনজীবী। অন্যদিকে টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) বরাদ্দের ৮০ ভাগই চুরি হয়Ñ তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। রাজধানীর দুই সিটি কর্পোরেশনের (উত্তর ও দক্ষিণ) এ বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স প্রদানের নোটিসের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। পৃথক পৃথক দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম ফারুক সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শুনানিতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার মুকতাদির রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। ব্যারিস্টার মুকতাদির রহমান বলেন, বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স নিয়ে দুই সিটি কর্পোরেশনের দেয়া নোটিসের কাযর্কারিতা স্থগিত করে রুল জারি করা হয়েছে। তবে এ আদেশ আপাতত রিটকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। গত ১৭ ও ২০ জুলাই দুই সিটির নাগরিকদের নোটিস দেয়া হয়। ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে ৮ আগস্ট উত্তরের নাসিম জামান ও দক্ষিণের পারভীন হাসান নামক দুই ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তিনি আরও বলেন, বাড়ি মালিকদের হোল্ডিং ট্যাক্স নিয়ে দুই সিটি কর্পোরেশনের দেয়া নোটিসের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। তবে এ আদেশ প্রাথমিকভাবে শুধুমাত্র রিটকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মুকতাদির রহমান জানান, মিউনিসিপ্যাল কর্পোরেশন (ট্রাক্সসেশন) রুলস ১৯৮৬ আইনটি ২০০৯ সালে বাতিল করা গেছে। এরপর এ সংক্রান্ত নতুন যে আইনটি অর্থাৎ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ করা হয়েছে, সেখানে কোথাও ট্যাক্স আদায়ে কোন বিধান রাখা হয়নি। কিন্তু ডিসিসি থেকে নাগরিকদের ২০০৯ সালের পুরনো আইন অনুযায়ী নোটিস দেয়া হয়েছে। যার কোন আইনী ভিত্তি নেই। এ কারণে হাইকোর্ট ওই নোটিসের কার্যকারিতা স্থগিত করেছেন। ১৫৪ ট্যানারি ॥ রাজধানীর হাজারীবাগের ১৫৪ ট্যানারি কারখানার ক্ষতিপূরণ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল না দেয়ায় শিল্প সচিবকে আইনী নোটিস (লিগ্যাল নোটিস) পাঠিয়েছেন রিটকারী আইনজীবী। মঙ্গলবার আইনজীবী মনজিল মোরসেদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর এই নোটিস পাঠিয়েছেন। রিট খারিজ ॥ টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) বরাদ্দের ৮০ ভাগই চুরি হয়- তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আসলাম চৌধুরীর জামিন ॥ নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। কেন জামিন নয় ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
×