ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

যাত্রী নিরাপত্তায় সদরঘাটে বিশেষ ব্যবস্থা

প্রকাশিত: ২৩:৩৫, ২৭ জুন ২০১৬

যাত্রী নিরাপত্তায় সদরঘাটে বিশেষ ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা নদী বন্দরে যাত্রীদের নিরাপত্তা ও গতি বিধি পর্যবেক্ষণের জন্য ১৪টি পয়েন্ট ৩০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া সদরঘাট নৌ-টার্মিনাল এলাকায় পকেটমার, অজ্ঞানপার্টি এবং ছিনতাইকারী প্রতিরোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। দেশের দক্ষিণাঞ্চলের ৩০টির বেশি জেলার যাত্রীরা নদীপথে যাতায়াত করে থাকেন। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর ঈদ উপলক্ষে প্রায় ৩৫ লাখ যাত্রী বিভিন্ন জেলায় যান। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ( বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, নৌ-বন্দরের গুরুত্বপূর্ণ ১৪টি পয়েন্টে এবং ৯টি গ্যাংওয়ে ও পন্টুনে এই ৩০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালকের দপ্তর থেকে একজন কর্মকর্তা সার্বক্ষণিক মনিটরিং করবেন। অতিরিক্ত যাত্রীদের বিষয়ে আগাম তথ্য দেয়া হবে। এছাড়া সদরঘাটে বিআইডব্লিউটিএ’র টার্মিনাল ও পন্টুনে ২০টি মাইক স্থাপন করা হয়েছে। এ মাইকের সাহায্যে সার্বক্ষণিক নির্দেশনা দেয়া হবে। রবিবার থেকে সদরঘাটের ২০টি কাউন্টার থেকে অগ্রিম লঞ্চের কেবিনের টিকেট বিক্রি শুরু হয়েছে। সোমবারও টিকেট নিতে আসা যাত্রীদের ব্যাপক ভীড় লক্ষ করা গেছে।
×