ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সায়েন্সল্যাবে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বাস ভাঙচুর

প্রকাশিত: ২০:১০, ৪ জুন ২০২৩

সায়েন্সল্যাবে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বাস ভাঙচুর

বাস ভাঙচুর

রাজধানীর সায়েন্সল্যাবে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে যাত্রীবাহী বাস ভাঙচুর করার অভিযোগ উঠেছে আইডিয়াল কলেজ ছাত্রদের বিরুদ্ধে।

রবিবার (৪ জুন) দুপুরে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ধানমন্ডি থানা পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মৌমিতা পরিবহনের একটি বাসের কন্ডাকটরের ভাড়া নিয়ে দ্বন্দ্ব হয়। এ ঘটনার জের ধরে আজ দুপুরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে মৌমিতা পরিবহনের একটি বাস ভাঙচুর করে।
 
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, গতকাল মৌমিতা পরিবহনের একটি বাসের চালক-হেলপারদের সঙ্গে ভাড়া নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দ্বন্দ্ব হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আজ রাস্তা অবরোধ করে মৌমিতা পরিবহনের একটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমএস

×