![মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বিএনপি’র আলোচনা সভা মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বিএনপি’র আলোচনা সভা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2024-12-23-at-102550-AM-2412230456.jpeg)
মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির আলোচনা সভা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে আলোচনা সভা ও ভূড়িভোজের আয়োজন করলো বিএনপি।
রবিবার রাতে সংশ্লিষ্ট রাজ্যের হেমট্টামিক সিটিস্থ বাঙালী রেষ্টুরেন্ট আলাদ্দীন এন্ড সুইটমিটে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,মিশিগান বিএনপি'র সহ-সভাপতি নরুল হক।
বিএনপি নেতা মুজিব আহমদের কোরআন তেলোয়াত পরিবেশন ও সংশ্লিষ্ট বিএনপি'র সাধারন সম্পাদক সেলিম আহমদের সন্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি তারেক আহমদ চৌধুরী, মিশিগান বিএনপি'র সাবেক উপদেষ্টা ইউসুফ কামাল,সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী ওয়াসিমুজ্জমান চৌধুরী রনি, মিশিগান বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিন, মিশিগান সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ, মিশিগান সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাছান।
এসময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি'র সাবেক উপদেষ্টা সমজিদ আলম, নছিরুল হক শাহিন, লক্ষনাবন্দ ইউপি সাবেক চেয়ারম্যান মোং জিলাল উদ্দিন,সাবেক ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান,শাহজান হিটলার, দেওয়ান আবু হুরায়রা, আলাদ্দীন সুইট মিট এন্ড রেষ্টুরেন্টের পরিচালক বিএনপি নেতা মোশারফ হোসেন লিটু, শাহাদত হোসেন মিন্টু,শাজান মফিজ,নাজমুল হোসেন সুভন,ছোরয়ার আহমেদ, মারুফ খান,আহমদ শরীফ মেহেদী, সহ মিশিগান বিএনপি,যুবদল, সেচ্ছাসেবক দল,জাসাস ও ছাএদলের প্রমুখ নেতাকর্মী।
সভা বক্তারা, ৭১'সালে স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।সেই সাথে ৭১'সালে সংঘটিত যুদ্ধ চলাকালে নিহত বীর মুক্তিযোদ্ধা সহ আত্মত্যাগকারী নিহত অসংখ্য মুক্তিকামী সাধারন মানুষ ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্যও কামনা করেন বিএনপি নেতা-কর্মীরা। শেষে নেতা-কর্মীরা ভূড়িভোজে অংশ নেন।
রিয়াদ