ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

মাস শেষে হাতে টাকা থাকে না, সমাধান কী?

প্রকাশিত: ২২:১৬, ২৩ জুলাই ২০২৫

মাস শেষে হাতে টাকা থাকে না, সমাধান কী?

ছবি: সংগৃহীত।

বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপণ্যের লাগামহীন দাম, অপরিকল্পিত খরচ ও আর্থিক অসচেতনতায় মাস শেষে হাতে টাকা না থাকাটা যেন সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অনেকেই মাসের মাঝামাঝি সময়েই খরচে হিমশিম খান, আর মাস শেষের ক’দিন চলে যায় ধারদেনা করে। তবে কিছু সহজ পরিবর্তন আর সচেতনতা আপনাকে এই দুঃসহ পরিস্থিতি থেকে বের করে আনতে পারে।

নিম্নে বিশেষজ্ঞ পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু কার্যকর পরামর্শ তুলে ধরা হলো, যেগুলো অনুসরণ করলে মাস শেষে আর ‘হাত ফাঁকা’ থাকার ভয় থাকবে না।

১. জীবনযাত্রার ধরন পরিবর্তন করুন

চাকরিজীবী হিসেবে আপনাকে আয় অনুযায়ী খরচে অভ্যস্ত হতে হবে। আগের মতো খরচের অভ্যাস যদি না বদলান, তাহলে আয় যতই হোক, মাস শেষে কিছুই থাকবে না।

২. প্রয়োজন ছাড়া খরচ নয়

হাতে টাকা থাকলেই অপ্রয়োজনীয় কেনাকাটায় লিপ্ত হবেন না। এমনভাবে খরচ করুন, যা ভবিষ্যতের জন্যও উপকারে আসবে।

৩. ব্যাংকের চটকদার বিজ্ঞাপন নয়, খোঁজ নিন বাস্তব সুবিধার

বিনিয়োগ বা সঞ্চয়ের আগে ভালোভাবে যাচাই-বাছাই করুন। আপনি কীভাবে, কতদিনের জন্য এবং কী পরিমাণে সঞ্চয় করবেন, তা স্থির করে তারপর উপযুক্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বেছে নিন।

৪. পরামর্শ নিন অভিজ্ঞদের

নিজের অফিস বা পরিচিতদের থেকে আর্থিক পরামর্শ নিন। কোন সেবা আপনার জন্য উপযোগী, সেটি বুঝে তারপর সিদ্ধান্ত নিন।

৫. জরুরি ফান্ড তৈরি করুন

প্রতি মাসেই কিছু টাকা আলাদা করে রাখুন, যা কেবলমাত্র জরুরি প্রয়োজনে খরচ হবে। এতে হঠাৎ প্রয়োজনেও সঞ্চয় ভাঙতে হবে না।

৬. মাসিক বাজেট বানান ও অনুসরণ করুন

প্রতি মাসে আয়-ব্যয়ের হিসাব করুন এবং সেই অনুযায়ী বাজেট তৈরি করুন। বাজেটের বাইরে খরচ না করাই ভালো।

৭. স্বল্পকালীন সঞ্চয়ের দিকে নজর দিন

প্রথমে ১-২ বছরের জন্য স্বল্পকালীন সঞ্চয়ের পরিকল্পনা করুন। এ সঞ্চয় থেকে ভবিষ্যতে বড় পরিকল্পনার জন্য পুঁজি গড়ে তুলতে পারবেন।

৮. যৌথ সঞ্চয়ের উদ্যোগ নিন

সহকর্মী বা বন্ধুদের সঙ্গে মিলে সঞ্চয় করলে তা অনেক বেশি কার্যকর হয়। এতে অনুপ্রেরণা ও স্থায়িত্ব বজায় থাকে।

৯. মূল সঞ্চয়ের বাইরেও অতিরিক্ত কিছু রাখুন

এক ঝুড়িতে সব ডিম না রাখার মতো, একটি সঞ্চয় ছাড়াও ভিন্ন উৎসে কিছু অর্থ রাখুন, যা চাইলেও খরচ করবেন না।

১০. খুচরা টাকাও সঞ্চয় করুন

খুচরা পয়সাকে অবহেলা করবেন না। নিয়মিত জমানো এই সামান্য অর্থ একসময় বড় রকমের সাহায্য করতে পারে।

 

কম খরচ করলেই যে সঞ্চয় বাড়বে তা নয়, বরং পরিকল্পিত খরচ ও সঠিক সঞ্চয় অভ্যাসই পারে আপনাকে মাসের শেষে সচ্ছল রাখতে। "বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়" — তাই আজ থেকেই পরিকল্পিত সঞ্চয়ের অভ্যাস গড়ুন।

নুসরাত

×