ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

কানে পানি, তালা কিংবা পোকা ঢুকেছে? এই ঘরোয়া টিপসেই মিলবে মুক্তি!

প্রকাশিত: ২১:১৪, ২৩ জুলাই ২০২৫

কানে পানি, তালা কিংবা পোকা ঢুকেছে? এই ঘরোয়া টিপসেই মিলবে মুক্তি!

ছবি: সংগৃহীত।

আমরা অনেকেই হঠাৎ করে কানে পানি ঢুকে যাওয়া, তালা লাগার অনুভূতি কিংবা ছোট পোকামাকড় ঢুকে পড়ার সমস্যায় পড়ি। এটি যেমন অস্বস্তিকর, তেমনি ভয় পাওয়ারও একটি কারণ। বিশেষ করে শিশু বা বয়স্কদের ক্ষেত্রে এসব ঘটনা ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করে। তবে ভয়ের কিছু নেই—বাসায় থাকা সাধারণ উপাদান ও কিছু সহজ পদ্ধতির মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। চলুন জেনে নেই কখন কী করবেন, আর কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কানে পানি ঢুকে গেলে কী করবেন?

  • ঝাঁকানোর কৌশল: মাথা কাত করে পানি ঢোকা কানের দিক নিচের দিকে রেখে আলতো করে লাফ দিলে বা মাথা ঝাঁকালে পানি বেরিয়ে আসতে পারে।

  • ভ্যাকুয়াম পদ্ধতি: কানে হাত চেপে রেখে হঠাৎ ছেড়ে দিন, এতে সৃষ্টি হওয়া ভ্যাকুয়ামের কারণে পানি বের হতে পারে।

  • হেয়ার ড্রায়ার ট্রিক: হালকা গরম বাতাস দূর থেকে কানের দিকে দিলে পানির বাষ্প হয়ে বেরিয়ে যেতে পারে।

কানে তালা লাগার মতো অনুভূতি হলে?

  • গাম চিবান বা হাই তোলা: এটা ইউস্টেশিয়ান টিউব খুলতে সাহায্য করে, ফলে কানের চাপে স্বাভাবিকতা ফিরে আসে।

  • নাক চেপে ধরে ফু দেওয়া (Valsalva Maneuver): মুখ বন্ধ রেখে নাক চেপে ধরে আস্তে ফু দিন—তবে সতর্কতার সাথে, বেশি জোরে নয়।

কানে পোকা-মাকড় ঢুকলে করণীয় কী?

  • আলো ব্যবহার: অনেক সময় পোকা আলো দেখলেই বেরিয়ে আসে। অন্ধকার ঘরে কানের বিপরীত পাশে আলো ধরলে পোকা নিজেই বেরিয়ে আসতে পারে।

  • তেল ব্যবহার: সরষের তেল, অলিভ অয়েল বা নারকেল তেল হালকা গরম করে কানে কয়েক ফোঁটা দিলে পোকাটি মারা যায় ও সরে যায়।

  • কখন চিকিৎসক দেখাবেন? পোকা না বের হলে, ব্যথা শুরু হলে বা রক্তপাত হলে দেরি না করে নিকটস্থ ইএনটি বিশেষজ্ঞের কাছে যেতে হবে।


এই ছোট ছোট সমস্যা অনেক সময় বড় যন্ত্রণার কারণ হতে পারে। তবে সচেতনতা ও প্রাথমিক জ্ঞানের মাধ্যমে তা সহজেই সমাধান করা সম্ভব। নিজের পাশাপাশি অন্যদেরও এসব কৌশল শেখাতে ভুলবেন না, কারণ দুর্ঘটনা কখনো জানিয়ে আসে না!

সতর্কতা: কখনোই কানের ভেতরে খোঁচাখুঁচি করবেন না। কটন বাড বা হেয়ার পিন ব্যবহারে শ্রবণশক্তি চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে।

নুসরাত

×