
ছবি: প্রতীকী
জীবনে আমরা অনেক ধরনের মানুষের সঙ্গে মিশে থাকি। কেউ আত্মীয়, কেউ বন্ধু, আবার কেউ পরিচিত। তবে সবাই যে সত্যিকারের মঙ্গলচিন্তক হয়, তা নয়। অনেক সময় দেখা যায়, কাছের আত্মীয় বা বন্ধুর ছদ্মবেশে কেউ আমাদের ক্ষতি করতে চায়। তারা মুখে মিষ্টি কথা বলে, কিন্তু পেছনে ছুরি মারতে দ্বিধা করে না। এমন মানুষের মুখোশ চেনা কঠিন হলেও অসম্ভব নয়। কিছু কৌশল জানা থাকলে আমরা এই ছদ্মবেশী শত্রুদের চিনতে এবং তাদের ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারি।
প্রথমত, আচরণে অতিরিক্ত ভালোবাসা বা প্রশংসা লক্ষ্য করুন। একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী সবসময় আপনাকে বাস্তব পরামর্শ দেবে। কিন্তু ছদ্মবেশী শত্রু প্রথমেই আপনাকে বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করবে। প্রতিটি কথায় আপনাকে অসাধারণ, অনন্য, বা অতুলনীয় বলবে। কারণ তারা চায় আপনি তাদের ওপর অন্ধ বিশ্বাস করেন। তারা আপনার দুর্বলতা জানার সুযোগ খুঁজে থাকে, যাতে পরে সেটা কাজে লাগিয়ে আপনাকে অপমান বা বিপদে ফেলতে পারে। তাই কেউ যখন অতিরিক্ত ভালো আচরণ করে, তখন সাবধান হওয়া উচিত।
দ্বিতীয়ত, ব্যক্তিগত তথ্য জানার আগ্রহ থাকলে সতর্ক থাকুন। ছদ্মবেশী শত্রুরা সাধারণত আপনার পারিবারিক সমস্যা, আর্থিক অবস্থা বা মানসিক দুর্বলতার বিষয়ে খুঁটিনাটি জানতে চায়। তাদের উদ্দেশ্য আপনার দুর্বল দিকগুলো জেনে সেগুলোকে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবহার করা। তাই সবার সঙ্গে সব কথা খোলামেলা না বলাই ভালো। ব্যক্তিগত তথ্য শুধু সেই মানুষকেই বলবেন, যাদের সততা ও আন্তরিকতায় আপনি শতভাগ নিশ্চিত।
তৃতীয়ত, তাদের কথায় ও কাজে মিল আছে কিনা তা খেয়াল করুন। ছদ্মবেশী শত্রুরা এক জায়গায় এক কথা, আরেক জায়গায় আরেক কথা বলে। তারা সামনে আপনার প্রশংসা করলেও, পেছনে আপনার নামে বদনাম করে। আপনি কিছু বলার পর যদি দেখেন সেটা অন্য কাউকে ভুলভাবে পৌঁছে যাচ্ছে, তাহলে বুঝবেন কোনো এক ঘনিষ্ঠজনই আপনার তথ্য ফাঁস করছে। এমন কাউকে চিনতে পারলে তাদের সঙ্গে যতদূর সম্ভব দূরত্ব বজায় রাখা উচিত।
চতুর্থত, আপনার সাফল্যে তারা কীভাবে প্রতিক্রিয়া দেয় তা দেখুন। একজন সত্যিকারের বন্ধু বা আত্মীয় আপনার আনন্দে খুশি হবে, সাফল্যে গর্ব অনুভব করবে। কিন্তু ছদ্মবেশী শত্রুরা আপনার উন্নতি দেখলে ভিতরে ভিতরে ঈর্ষান্বিত হয়ে পড়ে। তারা মুখে অভিনন্দন জানালেও চোখেমুখে, আচরণে বিরক্তি প্রকাশ পায়। কখনো কটাক্ষ করে, কখনো ছোট করে মন্তব্য করে। তাই এমন প্রতিক্রিয়াকে হালকাভাবে না নিয়ে সেটাকে সতর্কতার একটি লক্ষণ হিসেবে দেখা উচিত।
পঞ্চমত, আপনার প্রয়োজনের সময় তারা পাশে থাকে কিনা খেয়াল করুন। আসল বন্ধু বা আত্মীয় বিপদের সময় কাছে এসে সাহস দেয়, সাহায্য করে। কিন্তু ছদ্মবেশী শত্রুরা সেই সময় এড়িয়ে চলে বা অজুহাত দিয়ে গা ঢাকা দেয়। আবার কেউ কেউ বিপদে আপনাকে সাহায্য করার ভান করে নতুনভাবে সমস্যায় ফেলতে পারে। তাই কারও সাহায্য নিতে হলে আগে নিশ্চিত হন যে তারা নিঃস্বার্থভাবে আপনার মঙ্গল চায় কিনা।
আত্মীয় কিংবা বন্ধুর ছদ্মবেশে শত্রু চেনা কঠিন হলেও অসম্ভব নয়। মানুষের ব্যবহারে অনেক কিছু বোঝা যায়। সব সময় সতর্ক থাকা, পর্যবেক্ষণ করা ও নিজের মনের ওপর বিশ্বাস রাখাই এইসব ছদ্মবেশী মানুষের ফাঁদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায়। অন্ধভাবে কাউকে বিশ্বাস না করে ধীরে ধীরে সম্পর্ক গড়লে আমরা নিজেদের অনেক ক্ষতি থেকে বাঁচাতে পারি। জীবনের বাস্তবতায় চোখ খোলা রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
এম.কে.