ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সন্ধ্যা মানেই ছুটি নয়, সফলতার সূচনা!

প্রকাশিত: ২০:৫৮, ৩ মে ২০২৫

সন্ধ্যা মানেই ছুটি নয়, সফলতার সূচনা!

ছবি: সংগৃহীত

সকালের ভালো অভ্যাসের গুরুত্ব আমরা সবাই জানি। সকালে উঠে শরীর ও মনকে সঠিকভাবে প্রস্তুত করলে দিনটি সাধারণত ভালোই কাটে। কিন্তু আমরা প্রায়ই সন্ধ্যার সময়টিকে অবহেলা করি—যা একটি দিনের সঙ্গে আরেকটি দিনের সেতুবন্ধ হিসেবে কাজ করে। সফল মানুষদের কিছু সন্ধ্যার অভ্যাস অনুসরণ করলে আপনি প্রতিটি দিনকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন।

১. শেখার জন্য পড়ুন

ব্যক্তিগত উন্নতির জন্য শেখা অপরিহার্য। কাজের ব্যস্ততায় আমরা নতুন কিছু শেখার সময় পাই না। সন্ধ্যার কিছু সময় বই পড়ায় ব্যয় করলে মনের পরিধি বাড়ে ও মানসিক প্রশান্তি আসে। চেষ্টা করুন প্রিন্ট বই বা ই-ইঙ্ক ডিসপ্লে ব্যবহার করতে, কারণ মোবাইল বা কম্পিউটার স্ক্রিন ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

২. প্রিয়জনদের সঙ্গে সময় কাটান

আপনার জীবনের প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো মানসিকভাবে আপনাকে দৃঢ় করে তোলে। পরিবারের সদস্য, বন্ধু—যেই হোক না কেন, একসাথে হাঁটা, সিনেমা দেখা বা খাওয়া দাওয়া করাও হতে পারে আত্মিক যোগাযোগের উপায়।

৩. কিছু না করার সময় রাখুন

সারাদিনের ব্যস্ততা থেকে বের হয়ে একটু নীরবতা ও একাকিত্ব সন্ধ্যার অভ্যাসে পরিণত করুন। স্ক্রিন বন্ধ করে নিঃশব্দ এক কোণে বসুন, শ্বাস-প্রশ্বাসে মন দিন বা ধ্যান/প্রার্থনা করুন। এটি মনকে শান্ত করবে এবং ভালো ঘুমে সহায়তা করবে।

৪. দিনশেষে আত্মমূল্যায়ন করুন

দিনশেষে চিন্তা করুন—আজ কী ভালো হয়েছে, কী হয়নি, কোন বিষয়গুলো নজরে রাখতে হবে। কেউ কেউ দিনলিপি লেখেন, কেউ কেউ শুধু চিন্তা করেন। এটি পরবর্তী দিনটির জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে তোলে।

৫. শরীরচর্চা করুন

দিনভর বসে থাকার পর শরীরকে নাড়ানো জরুরি। সন্ধ্যায় ভারী ব্যায়াম না করলেও হালকা হাঁটা, যোগব্যায়াম বা স্ট্রেচিং শরীরকে আরাম দেয় ও ঘুমে সাহায্য করে।

৬. নিজেকে ‘রিসেট’ করুন

দিনভর সিদ্ধান্ত ও কাজের চাপে ক্লান্ত মনে হলে নিজেকে রিফ্রেশ করুন। ধ্যান, ব্যায়াম কিংবা এক কাপ হারবাল চা, অথবা একটি গরম পানির স্নান—যেকোনো কিছু হতে পারে সেই রিসেট বোতাম।

৭. পরের দিনের জন্য সংগঠিত হোন

পরদিনের প্রস্তুতি সন্ধ্যায় সেরে ফেললে সকালে আর তাড়াহুড়া করতে হয় না। কাপড় গুছিয়ে রাখা, ব্যাগ প্যাক করা, কফি তৈরি রাখা—এসব ছোট কাজই দিন শুরুকে করে তোলে সুন্দর ও শান্ত।

৮. কৃতজ্ঞতা প্রকাশ করুন

প্রতিদিন রাতে কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস আপনাকে আরও ইতিবাচক করে তোলে। আপনি চাইলে তা ডায়েরিতে লিখতে পারেন, ধ্যানের সময় মনে মনে ভাবতে পারেন, কিংবা শুধু পাঁচটি জিনিস মনে করতে পারেন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। এ অভ্যাস আপনার মনে আনন্দ ও শান্তি আনবে।

 

সূত্র: https://www.themuse.com/advice/8-things-the-most-successful-people-do-every-night

আবীর

×