ঘর-বাড়িতে আমরা প্রায়ই শুনি দেয়ালে নোনা বা ড্যাম্প ধরার কথা। অর্থাৎ সাদা সাদা আস্তরণ পড়েছে, যার দীর্ঘস্থায়ীত্বে দেয়ালে রং, প্লাস্টার ঝড়ে পড়াসহ ফাটল পর্যন্ত ধরে। এতে, দেয়ালের সৌন্দর্য হারিয়ে যাওয়ার সাথে সাথে বিপদজনক পরিস্থিতি তৈরি হতে পারে।
আপনি জানেন কি কারনে দেয়ালে নোনা কেন ধরে ?দেয়ালের এই নোনা ধরার পিছনে অনেকগুলো কারণ রয়েছে -
১. সঠিকভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার অভাবে।
২. দেয়ালের মাঝে পানির লাইনের ছিদ্র দেখা দিলে।
৩. দেয়াল নির্মাণে ব্যবহৃত উপকরণে যেমন সিমেন্ট, বালুও পানিতে লবণের পরিমাণ ২.৫% এর অধিক হলে।
৪. দেয়ালে ব্যবহৃত ইট স্বাভাবিক পোড়ানোর মাত্রা থেকে কম পোড়ানো হলে।
৫. ঘরের মধ্যে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের সুযোগ না থাকলে।
৬. দেয়ালের প্লাস্টার ভালোমতো শুকানোর আগেই রঙ করে ফেললে।
আসুন জেনে নেই এর প্রতিকার-
১.পানি অপসারণের ব্যবস্থা রাখতে হবে ,বাড়ির চারপাশে ড্রেনের ব্যাবস্থা করতে হবে। ছাদের পানি দূর করার জন্য ছাদ প্রয়োজনমতো ঢালু এবং রেইন ওয়াটার পাইপ রাখার ব্যবস্থা করতে হবে।
২. চারদিক থেকে সূর্যের আলো পড়ে এর ব্যাবস্থা থাকতে হবে।
৩. বাতাস খুবই প্রয়োজনীয়এজন্য ভবনের যেসব রুমের ভিতরের দেয়ালে সূর্যের আলো পৌঁছাতে পারবে না, সেখানকার পরিবেশ যথেষ্ট শুকনো এবং বাতাসপূর্ণ রাখতে হবে।
৪. বিটুমিন শীট, প্লাস্টিক শীটের মতো অন্যান্য সিক্ততা ও প্রতিরোধক স্তর বা সিলার ব্যবহার করে নোনা ধরা দুর করা হয়। এ ধরনের সিলার ব্যবহারের ফলে দেয়ালে চিড় বা ফাটল ধরেনা।
৫. ডেনসিফায়ার সিলার ব্যবহার করেও এই কাজটি করা যায়। এটি যেকোনো সময় ব্যবহার করা যায়, তাতে দেয়ালে নোনা ধরা বা না ধরার জন্য অপেক্ষা করতে হয়না।
৬. ( 2 mm) পিভিসি বোর্ড ব্যাবহার করে ড্যাম্প দূর কর যায়।
জাফরান