.
উৎসবের আনন্দে ঈদ উদযাপিত হয় সব সময়েই। সেই আনন্দে অনন্যা মাত্রা যোগ করে নতুন পোশাক। কোরবানির পশু কেনায় ব্যস্ত সময় পার করলেও ঈদের বন্ধে নতুন পোশাক পরে আনন্দ উদযাপন করা আমাদের ঈদ উৎসবের অংশই হয়ে গেছে। কোরবানির ঈদ যেহেতু ত্যাগের মহিমায় উদযাপিত হয় ফলে পোশাকেও সেই ভাবটা থাকা প্রয়োজন। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ এবারের ঈদ উল আযহাতে নিয়ে এসেছে ঈদ উপযোগী পোশাক; সকলের জন্য। রঙ বাংলাদেশ সব সময়েই সময়, স্থান, কাল, পাত্র বিবেচনায় পোশাক ডিজাইন ও তৈরি করে।
ফলে প্রতিটি সময়েই রঙ বাংলাদেশ এর পোশাক ক্রেতাদের জন্য থাকে পছন্দনীয় এবং আরামদায়ক। ঈদ আয়োজনের পোশাকে এবার থাকছে শাড়ি, ব্লাউজ, কামিজ, ফ্রক, সালোয়ার কামিজ (থ্রি পিস), টপস, টিউনিক, পাঞ্জাবি, পায়জামা, শার্ট, টি-শার্ট। মূল থিম ক্লাসিক্যাল ফোর এলিমেন্টস ব্যবহার করা হয়েছে প্রতিটি পোশাকের মধ্যেই। তবে যেহেতু গ্রীষ্মকাল শেষে বর্ষার প্রারম্ভে ঈদ তাই পোশাক ডিজাইনে সচেতনভাবেই রাখা রয়েছে ফোর এলিমেন্টসের ওয়াটার বা পানি থিম। এই সময়ে ঈদ বাজেটে স্বস্তি আনতে আছে বিশেষ অফারও, নির্দিষ্ট বৈচিত্র্যময় পণ্যে ৫০% মূল্যছাড়। এছাড়াও আছে রঙস্বজন মেম্বারশিপ কার্ডে সকল পণ্যে শর্তহীন ১৫% মূল্যছাড়। রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের ২০টি আউটলেটেই পাওয়া যাবে ঈদ উল আযহা সংগ্রহ। ভিড় এড়িয়ে ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com / rangbangladesh যেকোনো প্রয়োজনে ফোন/ হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী ০১৭৭৭৭৪৪৩৪৪ নম্বরে।