
অমর একুশের চেতনা আমাদের সংস্কৃতি
অমর একুশের চেতনা আমাদের সংস্কৃতিতে এতটাই গভীর যে বহু বছর ধরেই এই দিনে নানা আয়োজনের সঙ্গে পোশাকেও ধারণ করা হয় একুশের শোক, শ্রদ্ধা ও গৌরবগাথা বিষয়গুলো। প্রতি বছরের মতোই কে ক্র্যাফট পূর্ণ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে এই দিনটি উপলক্ষে বিশেষ পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে।
এবারের নকশা অনুপ্রেরণায় বর্ণ ও শব্দ মালার বিন্যাস, ফুলেল ও জ্যামিতিক নিয়ে সৃজনশীল অলঙ্করণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, লং কুর্তি, পাঞ্জাবি, শার্ট, টিশার্ট। শিশুদের জন্য রয়েছে- সালোয়ার-কামিজ, কুর্তি, টপস পাঞ্জাবি ও শার্ট।
পরিবারের সকলের উপযোগী পোশাক এবং যুগল পোশাকসহ একুশের আয়োজন কে ক্র্যাফটের সকল বিক্রয় কেন্দ্র ছাড়াও অনলাইন শপ শধুশৎধভঃ.পড়স এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।