
নখের পরিচর্যা
বাইরে পরিশ্রম করে বাড়ি ফিরে কোনো মতে মুখের যত্নটুকুই নিতে পারেন। অন্যদিকে তাকানোর মতো সময় বা ইচ্ছে কোনোটাই থাকে না। কিন্তু হঠাৎ যখন নিজের আঙুলের দিকে চোখ পড়ে তখন কি আর অর্ধেক ভাঙা, হলদেটে ছোপ ধরা নখ দেখতে ভালো লাগে? তারপর যদি হঠাৎ একটা নিমন্ত্রণ এসে পড়ে তাহলে আর রক্ষে নেই। সঙ্গে সঙ্গে সেই ভাঙা নখ মেরামত করতে, দাগ ছোপ ঢাকতে সালোঁয় ছুটতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, নখরঞ্জনির যত প্রসাধনীই থাকুক না কেন, নিজের নখ যদি সুন্দর হয়, তার চেয়ে ভালো আর কিছু হয় না। তার জন্য কিন্তু ঘন ঘন সালোঁয় যাওয়ার প্রয়োজন পড়ে না। ঘরোয়া কিছু জিনিস দিয়েই নখের পরিচর্যা করা যায়।
১. লেবুর রস: যারা বেশি নেলপালিশ ব্যবহার করেন, তাদের জন্য লেবুর রস অতি গুরুত্বপূর্ণ। নখের কোণ হলদেটে হয়ে গেলে কিছুটা সময় হাতে রাখতে হবে শুধু পরিচর্যার জন্য। কাজটা যদিও কঠিন নয়। একটা পাতি লেবু কেটে ফেলতে হবে। অর্ধেকটা লেবু ভালোভাবে ঘষতে হবে প্রতিটি নখের উপরে। টানা এক সপ্তাহ এভাবে চললে গায়েব হবে সেই হলুদ ভাব।
২. নারকেল তেল: ত্বক তেলতেলে হোক বা শুষ্ক, নারকেল তেলের ব্যবহার করতে পারেন সকলেই। নখের উপরে এবং চারপাশে ভালোভাবে দিয়ে দিন তেল। তারপর আলাদা করে প্রতিটি আঙুলে কিছুক্ষণ ম্যাসেজ করুন। বারবার ম্যাসেজে তেল মিলিয়ে যাবে ত্বক ও নখের সঙ্গে। হাতের তেলতেলেভাব কেটে যাবে।
৩. মধু: সামান্য চাপ পড়লেই নখ ভেঙে যায়? বাড়িতে যদি মধু থাকে নিয়ম করে তা নখে লাগানোর অভ্যাস করুন। পানির কাজ করলেও সহজে নখ ভাঙবে না।
এমএইচ