ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

টুয়েলভ ক্লদিং

প্রকাশিত: ০১:০১, ২ অক্টোবর ২০২৩

টুয়েলভ ক্লদিং

.

নিজেকে সবার মাঝে একটু আলাদা করে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহ এখন একটু বেশিই। দেশের ফ্যাশন হাউজগুলো এই নতুন প্রজন্মের ট্রেন্ডি ফ্যাশনের দিকটিকে মাথায় রেখেই সাজায় তাদের কালেকশন। দেশের অন্যতম সেরা লাইফস্টাই ব্র্যান্ড টুয়েলভও তার ব্যতিক্রম নয়। এবারের পুজোর কালেকশনকে একটু আলাদাভাবে পরিচয় করিয়ে দিতেই নিজেদের সম্ভার নতুন করে সাজিয়েছেটুয়েলভ টুয়েলভ তার ঈদের কালেকশনে সবসময়ই ঋতু বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এথনিক বিভাগকে প্রাধান্য দিয়েই স্টাইলে নতুনত্ব এনে তারা সাজিয়েছে তাদের পুজোর কালেকশন। এবারের টুয়েলভের পোশাকের ডিজাইনের মাঝে একটু উৎসবের আমেজে নানা রঙের এবং ঢংয়ের ছোঁয়া দেখতে পাওয়া যায়।

এথনিক কালেকশনের ক্ষেত্রে নারী, পুরুষ এবং কিডস এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন প্রিন্ট, অ্যাম্ব্রয়ডারি কারচুপির সংমিশ্রণে এই পোশাকের ডিজাইনগুলো সাজিয়েছেন টুয়েলভের ডিজাইনাররা। পুজোর কালেকশনের অনুষঙ্গ হিসেবে পাঞ্জাবির ক্ষেত্রেও তারা নজরকাড়া ডিজাইনের পসরা সাজিয়েছেন। ছেলেদের পাজামা-পাঞ্জাবির সঙ্গে সামঞ্জস্য রেখে বাহারি ডিজাইনের কোটিও তারা বাজারে এনেছে। পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে থ্রি-পিস, টু-পিসের সালোয়ার কামিজ, কুর্তি, গাউনসহ ট্রেন্ডি পোশাকের সমাহার টুয়েলভের দেশব্যাপী ৩৮টি আউটলেটে। পুজোর আনন্দকে রাঙাতে টুয়েলভের পোশাক সম্ভার যে কারও নজর কাড়তে সক্ষম।

×