ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

সৌন্দর্যে নতুন মাত্রা

জলি রহমান

প্রকাশিত: ০০:৫৪, ২ অক্টোবর ২০২৩

সৌন্দর্যে নতুন মাত্রা

.

চুল মানব সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কেশ বা চুলবিহীন নর-নারীকে ভাবাই যায় না। সেই কেশেই যত বিপত্তি। কখনো পানির জন্য চুল পড়ে, কখনো নানা রোগে আক্রান্ত হয়ে চুল পড়ে। তাই চুলের সৌন্দর্য অটুট রাখতে আবিষ্কৃৃত হয়েছে বিভিন্ন উপায়। যার মধ্যে অন্যতম হলো পর চুল বা আলগা চুল। বিয়ে, অনুষ্ঠান বা যেকোনো উৎসবে নারীরা বিউটি পার্লারে যায় মুখাবয়বের সঙ্গে চুলকে সাজাতে। চিরুনি দিয়ে জট করে কিছু রাসায়নিক উপাদানের সাহায্যে চুল ফোলানো হয় বিউটি পার্লারে। সেই চুল আবার তেল দিয়ে অনেক সময় নিয়ে ঠিক করা, এসব থেকে অনেক নারীই বেরিয়ে আসছেন। তারা এখন কৃত্রিম নানা স্টাইলের কেশ দিয়ে চুলকে সাজাচ্ছে। হাল ফ্যাশনে মেয়েরা ছোট চুলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেকে ঠান্ডাজনিত সমস্যায়ও চুল ছোট রাখেন। তবে যেকোনো অনুষ্ঠানে প্রয়োজনে কৃত্রিম চুল ব্যবহার করে দীর্ঘ করেন কেশ। বোঝার উপায় থাকে না, আসল না নকল চুল। একই অফিসে চাকরি করেন অপু মৌমিতা। চাকরির ছয় বছর পেরিয়ে যায়। হঠাৎ একদিন জানতে পারে অপুর মাথায় এক বিশাল টাক রয়েছে, যা ঢাকা আছে সুন্দর পরচুলের আড়ালে। প্রথমে মৌমিতার বিশ্বাস হয়নি। পরে ধীরে ধীরে বিশ্বাস হলেও এখনো অবিশ্বাস্য মনে হয় কিভাবে এতো নিপুণভাবে এডজাস্ট হয় আলগা চুল। কেউ না বললে হয়তো মৌমিতা কখনো বুঝতেই পারতো না অপুর মাথায় পরচুল। এভাবে বহু মানুষ যারা অকালে চুল হারিয়েছেন তারা আলগা চুলের মাধ্যমেই নিজেদের সৌন্দর্য ধরে রেখেছেন। আর চুলের চাহিদা প্রতিনিয়ত এতো বাড়ছে যে, দেশের অভ্যন্তরে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে আলগা চুল ঘিরে।

প্রাকৃতিক চুল থেকে তৈরি পরচুল যদিও ব্যয়বহুল। তবে সেগুলো টেকসই এবং বহুমুখী ব্যবহারযোগ্য। কয়েক বছর একই পরচুল ব্যবহার করা যায়। সেক্ষেত্রে এটি যতœ সহকারে রাখতে হবে। নিয়মিত পরিষ্কার করতে হবে। আর যেখান থেকেই এটি ক্রয় করা হোক না কেন, সেখান থেকে ভালোভাবে জেনে নিতে হবে কিভাবে দীর্ঘদিন ব্যবহার করা যায়। প্রাকৃতিক চুল থেকে তৈরি আলগা চুল স্ট্রেইটনার, কার্লি আয়রণ অথবা ব্লো ড্রায়ার ব্যবহার করে স্টাইল করতে পারেন। নিজের চেহারার সঙ্গে মানানসই যেকোনো পরচুল আপনাকে করবে আরও আকর্ষণীয়। তবে লক্ষ্য রাখতে হবে সেগুলো যেন বেশি ভারী না হয়। কেননা ভারী হলে তা মাথাব্যথার কারণ হতে পারে। বিভিন্ন রং সাইজের পরচুল রয়েছে মার্কেটে। প্রায় হাজার থেকে শুরু করে ৫০ হাজার পর্যন্ত। তবে সিন্থেটিক কৃত্রিম চুল কম দামে পাওয়া যায়। এগুলোর দাম ৩০০ থেকে ১৫০০ এর মধ্যে। একসময় ট্যাসেল বেশ জনপ্রিয় ছিল। এখনো বেশ চলছে। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেটসহ বিভিন্ন প্রসাধনী বিক্রয়ের দোকানে পেয়ে যাবেন আপনার পছন্দনীয় নকল চুল। তবে দেখে বুঝে কিনতে হবে, যেন মুখের সঙ্গে মানানসই হয়।

পোশাক ছবি : লা রিভ

×