
দৈনিক জনকণ্ঠ
দেশের স্বনামধন্য ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক জনকণ্ঠ’ এর ডিজিটাল বিভাগের জন্য ভিডিও এডিটর এবং ক্যামেরা ম্যান পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ই-মেইল অথবা ডাকযোগে অতিসত্বর পাঠাতে বলা হয়েছে।
পদ সংখ্যা : একাধিক
ভিডিও এডিটর:
দৈনিক জনকণ্ঠ -এর ডিজিটাল বিভাগে ভিডিও এডিটর নেওয়া হবে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা অন্তত এইসএসসি। এছাড়াও এডাব প্রিমিয়ার, আফটার ইফেক্টস এবং ফাইনাল কাট- এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ক্যামেরা ম্যান:
দৈনিক জনকণ্ঠ -এর ডিজিটাল বিভাগে ক্যামেরা ম্যান নিয়োগ দেওয়া হবে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা অন্তত এইসএসসি। ক্যামেরা পরিচালনায় দক্ষ হতে হবে।
যেভাবে আবেদনপত্র পাঠাবেন:
আবেদনপত্র পাঠাতে পারেন ই-মেইল [email protected] অথবা ডাকযোগে। মানব সম্পদ বিভাগ, জনকণ্ঠ ভবন, ২৪/এ রাশেদ খান মেনন সড়ক (নিউ ইস্কাটন), জিপিও বক্স নং- ২৭২৫, ঢাকা-১০০০।
এম হাসান