
সহকারী শিক্ষক নিয়োগ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূন্যপদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রথমিক শেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে জাতীয় বেতনস্কেল ২০১৫- এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সকল ইপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্দেশনা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
সহকারী শিক্ষক পদের এই নিয়োগের জন্য আবেদন শুরু হবে আগামী ১০ মার্চ। আবেদনের শেষ সময় আগামী ২৪ মার্চ। আবেদনকারীরা https://dpe.teletalk.com.bd/ এই লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
এ দিকে, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিভাগভিত্তিক ক্লাস্টার করে আরও দুটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
এমএইচ