ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

ভারতের আরএসএস এর শতবর্ষ উদযাপনে বাংলাদেশসহ আমন্ত্রণ পাচ্ছে না যেসব দেশ

প্রকাশিত: ২১:৫৩, ৭ আগস্ট ২০২৫

ভারতের আরএসএস এর শতবর্ষ উদযাপনে বাংলাদেশসহ আমন্ত্রণ পাচ্ছে না যেসব দেশ

ছবিঃ সংগৃহীত

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) তাদের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে বড় পরিসরে নানা আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৬ আগস্ট দিল্লিতে শুরু হচ্ছে তিন দিনের একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে আরএসএস প্রধান মোহন ভাগবত সংঘের ইতিহাস, দেশ গঠনে তাদের দাবি করা ভূমিকা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবেন।

তবে এই আয়োজনে বিদেশি দূতাবাসগুলোর মধ্য থেকে পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। আরএসএসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে?
আরএসএসের প্রচার প্রধান সুনীল আম্বেকর জানিয়েছেন, মোট ১৭টি বড় বিভাগ ও ১৩৮টি উপশ্রেণির ভিত্তিতে আমন্ত্রিতদের তালিকা তৈরি হয়েছে। এতে রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, ক্রীড়া ও সংস্কৃতির খ্যাতিমান ব্যক্তিত্ব, নতুন প্রজন্মের উদ্যোক্তা, ভারতীয় জ্ঞান-ঐতিহ্যের গবেষক, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সমাজকর্মীরা।

"আমাদের লক্ষ্য হলো দেশের সব স্তরের মানুষের সঙ্গে একযোগে পথচলা। আমরা চাই সবাই মিলে দেশের উন্নয়নযাত্রায় অংশ নিক,"— বলেন সুনীল আম্বেকর।

কেন বাদ পড়ল তিন দেশ?
যদিও অনেক বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে, তবে আরএসএসের বক্তব্য, প্রতিবেশী এই তিন দেশ—পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশ—বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়েছে। একাধিক সূত্র জানিয়েছে, এই তিন দেশের সঙ্গে আরএসএসের দীর্ঘদিনের রাজনৈতিক ও মতাদর্শগত দূরত্বও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

শতবর্ষ আয়োজনের বিশেষ দিক
এই শতবর্ষ উদযাপনের মূল আকর্ষণ হবে 'পঞ্চ পরিবর্তন' নামে একটি বিষয়ভিত্তিক আলোচনা, যেখানে আরএসএস আগামী দিনের ভারত কেমন দেখতে চায়, সে বিষয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে। দিল্লির পর বেঙ্গালুরু, কলকাতা ও মুম্বাইতেও এমন আয়োজন হবে। প্রতিটি শহরে প্রথম দুই দিন থাকবে বক্তৃতা, আর তৃতীয় দিন হবে প্রশ্নোত্তর পর্ব—যেখানে অংশগ্রহণকারীরা আগে থেকেই প্রশ্ন পাঠাতে পারবেন।

মোহন ভাগবতের বক্তৃতায় উঠে আসতে পারে দেশীয় চেতনা, শিক্ষা, আত্মনির্ভরতা, ও ঔপনিবেশিক চিন্তাধারার বাইরে বেরিয়ে নতুন ভারত গড়ার বার্তা।


আরএসএস তাদের ১০০ বছরের অনুষ্ঠান ঘটা করে পালন করতে যাচ্ছে। বিভিন্ন গোষ্ঠী, শ্রেণি ও দেশের প্রতিনিধি আমন্ত্রিত হলেও পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক বাস্তবতার কারণে। তবে আয়োজকরা বলছেন, এই অনুষ্ঠান ভারতের ঐতিহ্য ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে একটি বিস্তৃত সংলাপের মঞ্চ হবে।

 

মারিয়া

×