ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যুদ্ধবিমান তৈরি ৩২০০ বোয়িং শ্রমিক

প্রকাশিত: ১৯:২৮, ৪ আগস্ট ২০২৫; আপডেট: ১৯:৩২, ৪ আগস্ট ২০২৫

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যুদ্ধবিমান তৈরি ৩২০০ বোয়িং শ্রমিক

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বোয়িং কোম্পানির ফাইটার জেট নির্মাণে নিয়োজিত ৩,২০০-র বেশি শ্রমিক কাজের পরিবেশ ও শর্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে ধর্মঘটে নেমেছেন।

সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটের আওতায় পড়েছে বোয়িংয়ের সেন্ট লুইস (মিজৌরি), সেন্ট চার্লস ও মাসকোতাহ’র কারখানা। শ্রমিকরা চার বছরের একটি সংশোধিত শ্রমচুক্তি প্রত্যাখ্যান করে ধর্মঘটের ডাক দেন।

আন্তর্জাতিক মেশিনিস্ট ও অ্যারোস্পেস কর্মী ইউনিয়ন (IAM) এক্স (সাবেক টুইটার)-এ লিখেছে,
“বোয়িংয়ের ৩,২০০ দক্ষ IAM সদস্য মধ্যরাতে ধর্মঘটে গেছেন, কারণ এবার যথেষ্ট হয়েছে। এটি শুধু মজুরি নয়, এটি সম্মান ও মর্যাদার প্রশ্ন।”

IAM ডিস্ট্রিক্ট ৮৩৭-এর ডিরেক্টিং বিজনেস রিপ্রেজেন্টেটিভ টম বোয়েলিং এক বিবৃতিতে বলেন,
“আমাদের সদস্যরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন-তারা এমন একটি চুক্তি চান, যা তাদের দক্ষতা, নিষ্ঠা এবং জাতীয় প্রতিরক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান প্রদর্শন করে।”

তিনি আরও বলেন,
“এই শ্রমিক পরিবারগুলোর সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আছি। কর্মক্ষেত্রে ন্যায্যতা ও সম্মানের জন্য তাদের এই লড়াই আমরা সমর্থন করি।”

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং আন্তর্জাতিকভাবে নানা সঙ্কটে পড়েছে। ২০১৮ সালে ইন্দোনেশিয়া ও ২০১৯ সালে ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের দুটি বিমান দুর্ঘটনায় মোট ৩৪৬ জন নিহত হন। ২০২৫ সালের জুনে আবারও বোয়িং নির্মিত এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ২৬০ জনের প্রাণহানি ঘটে।

এই পরিস্থিতিতে শ্রমিক ধর্মঘট বোয়িংয়ের ওপর নতুন করে চাপ সৃষ্টি করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: ইরনা।

মিরাজ খান

×