
ছবি: সংগৃহীত।
ইসরায়েলের সাবেক এক জেনারেল জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনী এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের কৌশলগত ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি।
ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা মেজর জেনারেল ইতজহাক ব্রিক এক মতামত-প্রবন্ধে (Op-Ed) ইসরায়েলি সংবাদমাধ্যম আরুতজ শেভা-তে লিখেছেন, "কষ্টকর বাস্তবতা হলো, আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)-এর জেনারেল থেকে শুরু করে কোম্পানি কমান্ডার পর্যন্ত সিনিয়র অফিসাররা আড়ালে যে কথা বলছেন তা হলো—ইসরায়েল 'আয়রন সোর্ডস' যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না।"
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, “হামাসের বিরুদ্ধে অভিযানে ইসরায়েল ইতোমধ্যেই কৌশলগতভাবে পরাজিত হয়েছে।”
ব্রিক আরও জানান, ইসরায়েলি স্থলবাহিনী বর্তমানে “গভীরভাবে দুর্বল ও কাঠামোগতভাবে পতনের পথে”, যা হামাসকে পরাজিত করতে ব্যর্থ হওয়ার বড় কারণ। তবে এটি কেবল বড় সমস্যার একটি অংশমাত্র বলেও তিনি সতর্ক করেন।
এই বিশ্লেষণ এমন এক সময় সামনে এল, যখন ইসরায়েল গত কয়েক মাস ধরে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে আসছে। কিন্তু দীর্ঘ এই যুদ্ধেও হামাস প্রতিরোধ আন্দোলনকে নিশ্চিহ্ন করতে ইসরায়েল ব্যর্থ হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৫৯ হাজার ১০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা এখনো চরম অবরোধে রয়েছে এবং ত্রাণ সরবরাহও একেবারে সীমিত। এর মধ্যেও ফিলিস্তিনি যোদ্ধারা এখনও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন।
সূত্র: প্রেস টিভি
মিরাজ খান