ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সব ইচ্ছা পূরণ করতে জান্নাতে যা থাকবে

প্রকাশিত: ০৫:৪৪, ১৯ জুলাই ২০২৫

সব ইচ্ছা পূরণ করতে জান্নাতে যা থাকবে

ছবি: সংগৃহীত

জান্নাত কেমন? এটি এমন এক প্রশ্ন যার পূর্ণ উত্তর কেউ জানে না, যতক্ষণ না সে সেখানে প্রবেশ করে। তবে আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে জান্নাত সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, তা আমাদের কল্পনার অনেক বাইরে এক পরিপূর্ণ শান্তির ঠিকানা।

আল্লাহ তাআলা কোরআনে জান্নাতকে এমন একটি স্থান হিসেবে বর্ণনা করেছেন, যা এই দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। জান্নাত এমন এক জায়গা, যেখানে সব নিয়ামত পরিপূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে। মানুষ সেখানে যা চাইবে, তাই পাবে—মন ও প্রাণ যা কিছু কামনা করে।

সেখানে থাকবে না কোনো অভাব, চিন্তা, দুঃখ বা অনুসূচনার ছায়াও।
আল্লাহ বলেন, “তাদের জন্য সেখানে থাকবে যা মন চাইবে এবং যা চোখে দেখে আনন্দিত হবে।”
(সূরা যুখরুফ, আয়াত ৭১)

এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় কষ্টগুলোর মধ্যে অন্যতম হলো রোগ ও প্রিয়জনের মৃত্যু। কিন্তু জান্নাতে এই দুই বিষয় কখনোই থাকবে না।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা চিরকাল সুস্থ থাকবে, আর কখনো অসুস্থ হবে না।তোমরা চিরকাল জীবিত থাকবে, আর কখনো মরবে না।তোমরা চিরকাল যুবক থাকবে, আর কখনো বুড়ো হবে না।তোমরা শুধু আনন্দই পাবে, আর কখনো দুঃখ পাবে না।”

এই দুনিয়ায় সম্পর্কের জটিলতা, মানুষের কটু কথা এবং দুঃখজনক আচরণ বহু কষ্টের কারণ হয়। কিন্তু জান্নাতে এসব কিছুই থাকবে না।

আল্লাহ বলেন, “তারা সেখানে কোনো বাজে কথা বা পাপের কথা শুনবে না,
শুধুই শুনবে ‘সালাম, সালাম’।”
(সূরা ওয়াকিয়াহ, আয়াত ২৫-২৬)

জান্নাতে যারা প্রবেশ করবে, তারা থাকবে সেরা মানুষের সান্নিধ্যে।
আল্লাহ বলেন, “যারা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করবে, তারা থাকবে নবী, সত্যবাদী, শহীদ ও সৎ লোকদের সঙ্গে। আর তাদের সঙ্গ কতই না উত্তম।”
(সূরা নিসা, আয়াত ৬৯)

জান্নাতের প্রতিটি দিক এই দুনিয়ার কষ্টের ঠিক বিপরীত। দুঃখের পরিবর্তে শান্তি, অভাবের বদলে পরিপূর্ণতা, বিচ্ছেদের বদলে চিরন্তন সম্পর্ক, কষ্টের জায়গায় ভালোবাসা।

আল্লাহ জান্নাতকে সাজিয়ে রেখেছেন তার শ্রেষ্ঠ বান্দাদের জন্য— ভালোবাসা, শান্তি, সৌন্দর্য আর পরিপূর্ণতা দিয়ে।

শেখ ফরিদ 

×