
ছবি: প্রতীকী
ক্যান্সার চিকিৎসায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ইংল্যান্ড ইউরোপে প্রথমবারের মতো একটি ইনজেকশন-ভিত্তিক ইমিউনোথেরাপি চালু করেছে। এটি ১৫ ধরনের ক্যান্সার প্রতিরোধে কার্যকর এবং রোগীদের জন্য চিকিৎসার সময় ও ঝামেলা অনেকটাই কমিয়ে দিচ্ছে।
আগে এই ওষুধ ‘নিভোলুম্যাব’ (বাণিজ্যিক নাম: Opdivo) এক ঘণ্টা ধরে ইনফিউশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হতো। এখন নতুন ইনজেকশনের মাধ্যমে এটি মাত্র ৩ থেকে ৫ মিনিটেই প্রয়োগ করা যাবে।
ইংল্যান্ডের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা (MHRA) ইতোমধ্যেই এই ইনজেকশনকে অনুমোদন দিয়েছে। ফুসফুস, অন্ত্র, ত্বকসহ মোট ১৫ ধরনের ক্যান্সার চিকিৎসায় এটি ব্যবহারের জন্য কার্যকর প্রমাণিত হয়েছে।
এই নতুন পদ্ধতি প্রতি বছর প্রায় ১৫,০০০ রোগীকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, হাসপাতালগুলো এক বছরে পুরো একটি চিকিৎসার সময় সাশ্রয় করতে পারবে, যা চিকিৎসা খাতে একটি বড় সাফল্য।
নতুন ইনজেকশনটি শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করে। চিকিৎসা খাতে এই ধরনের উদ্ভাবনকে বিশেষজ্ঞরা “ক্যান্সার চিকিৎসার স্বর্ণযুগ” বলে অভিহিত করছেন। তারা মনে করছেন, এ ধারা অব্যাহত রাখতে হলে সরকারি বিনিয়োগ ও নীতিগত সহায়তা আরও বাড়াতে হবে।
ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) এখন ক্যান্সার চিকিৎসাকে আরও আধুনিক ও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে, যাতে রোগীরা দ্রুত ও কার্যকর চিকিৎসা পেতে পারেন।
এম.কে.