ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে সম্মান জানাচ্ছে যুক্তরাষ্ট্র: সাবেক ইউরোপীয় সংসদ সদস্য

প্রকাশিত: ১৮:২৪, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১৮:২৫, ৯ জুলাই ২০২৫

যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে সম্মান জানাচ্ছে যুক্তরাষ্ট্র: সাবেক ইউরোপীয় সংসদ সদস্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য মাইক ওয়ালেস। তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র একজন যুদ্ধাপরাধীকে সম্মান জানাচ্ছে।’

সাবেক আইরিশ ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মাইক ওয়ালেস এক্স-এ (আগে টুইটার) নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধীকে শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে দাঁড়ায়।’

ওয়ালেসের এই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বেসামরিক হত্যাযজ্ঞ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ বহুদিন ধরেই আন্তর্জাতিক মহলে উচ্চারিত হয়ে আসছে।

 

সূত্র: ইরনা নিউজ।

রাকিব

×