ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলি হুমকি মোকাবিলায় একজোট হতে হবে আঞ্চলিক রাষ্ট্রগুলোর: আরাকচি

প্রকাশিত: ১৭:৫৭, ৯ জুলাই ২০২৫

ইসরায়েলি হুমকি মোকাবিলায় একজোট হতে হবে আঞ্চলিক রাষ্ট্রগুলোর: আরাকচি

ছবিঃ সংগৃহীত

ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাকচি জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠকে আঞ্চলিক দেশগুলোকে ইসরায়েলি হুমকি মোকাবিলায় সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দখলদার ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আগ্রাসন ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া সময়ের দাবি।

মঙ্গলবার (৮ জুলাই) জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক বৈঠকে ইরান-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আরাকচি।

এ সময় তিনি ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর ইরানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে হজযাত্রীদের নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে সহযোগিতার জন্য রিয়াদকে ধন্যবাদ জানান। পাশাপাশি, দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সম্পর্ক আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরাকচি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। তিনি ইসরায়েলি আগ্রাসন, ফিলিস্তিনি গণহত্যা, ইসলামি ভূখণ্ড দখল এবং লেবানন ও সিরিয়ায় বারবার হামলার নিন্দা জানান। এসব অপরাধের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিরবতা ও নিষ্ক্রিয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ইসরায়েলি দখলদারিত্বই মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার মূল কারণ। এসব অপরাধের জন্য ইসরায়েলি শাসকগোষ্ঠীর পৃষ্ঠপোষক ও সমর্থকদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদও ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের নিন্দা জানান। পাশাপাশি, উত্তেজনা হ্রাসে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সৌদি আরবের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করতে সহায়তার আশ্বাস দেন।

ইমরান

×