
ছবি:সংগৃহীত
অবশেষে পর্যটকদের জন্য বড় সুখবর! চীন সম্প্রতি তাদের ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে, যার ফলে এখন ৭৪টি দেশের নাগরিকরা কোনো ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন এবং ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন।
এই সিদ্ধান্ত পর্যটন ও অর্থনীতিকে চাঙ্গা করতে এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত করতে নেওয়া হয়েছে। ২০২৪ সালে ২ কোটি বিদেশি পর্যটক চীনে ঢুকেছেন শুধুমাত্র এই ভিসা ছাড়ের সুবিধা নিয়ে — যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
অস্ট্রিয়াতে বসবাসরত জর্জিয়ার নাগরিক জর্জি শাভাদজে চীনের বিখ্যাত 'টেম্পল অফ হেভেন' ঘুরে দেখে বলেন, "ভিসার জন্য আবেদন করা, দূতাবাসে যাওয়া – এসব খুব ঝামেলার কাজ। এখন এই ভিসা ছাড়ের ফলে অনেক সহজে চীন ঘোরা সম্ভব হচ্ছে।"
দেশীয় পর্যটকের তুলনায় বিদেশি এখনো কম, কিন্তু আগ্রহ বাড়ছে
চীনের ট্যুর গাইড গাও জুন বলেন, "আমি এত বেশি পর্যটকের চাপ সামলাতে পারছি না। তাই এখন অন্যদের ট্রেনিং দিয়ে নতুন ট্যুর গাইড বানাচ্ছি।" ২০ বছরের অভিজ্ঞ এই ইংরেজি-ভাষী গাইড নতুন করে ব্যবসা শুরু করেছেন শুধুই পর্যটকদের চাপ সামলাতে।
২০১৯ সালে যেখানে ৩ কোটি ১৯ লাখ বিদেশি চীন ভ্রমণ করেছিলেন, সেখানে ২০২৩ সালে কোভিড পরবর্তী সময়ে সংখ্যাটি ছিল মাত্র ১ কোটি ৩৮ লাখ। কিন্তু নতুন নীতির ফলে সংখ্যাটা দ্রুত বাড়ছে।
কোন কোন দেশ পাচ্ছে এই সুবিধা?
২০২৩ সালের ডিসেম্বরে চীন প্রথম ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার জন্য এই সুবিধা চালু করে। তারপর একে একে ইউরোপ, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার আরও বহু দেশকে যুক্ত করা হয়েছে।
১৬ জুলাইয়ের পর আজারবাইজান যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ৭৫টি দেশে। তবে এসব দেশের প্রায় দুই-তৃতীয়াংশই এক বছরের পরীক্ষামূলক ভিত্তিতে এই সুবিধা পাচ্ছে।
নরওয়ের পর্যটক ওইস্টেইন স্পর্শহেইম বলেন, "আগে আমাদের ওসলোতে দূতাবাসে দুইবার যেতে হতো। এখন আমরা সহজে যেতে পারবো।"
চীনা পর্যটন কোম্পানিগুলোর আশা ও চাহিদা
ওয়াইল্ডচায়না নামে একটি বিলাসবহুল ট্যুর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জেনি ঝাও বলেন, "ব্যবসা প্রাক-কোভিড সময়ের তুলনায় এখন ৫০% বেশি। আমেরিকা আমাদের বড় মার্কেট হলেও ইউরোপিয়ান পর্যটক এখন অনেক বেড়েছে। আগে যেখানে ৫% ছিল, এখন তা ১৫-২০%।"
শাংহাইভিত্তিক অনলাইন ট্র্যাভেল কোম্পানি ট্রিপ.কম জানিয়েছে, ২০২৫ সালের প্রথম তিন মাসে তাদের ওয়েবসাইটে চীনের ট্যুর বুকিং দ্বিগুণ হয়েছে। এর ৭৫% ছিল ভিসা-মুক্ত অঞ্চল থেকে আগত পর্যটক।
এখনও বাদ আফ্রিকার দেশগুলো, আর কিছু দেশের জন্য সীমিত সুযোগ
আফ্রিকার কোনো বড় দেশ এখনও এই সুবিধা পাচ্ছে না, যদিও চীনের সঙ্গে এদের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ।
তবে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১০টি দেশের নাগরিক এখন অন্য একটি দেশে যাওয়ার পথে ট্রানজিট হিসেবে চীনে ঢুকে ১০ দিন পর্যন্ত থাকতে পারেন। তবে এটি মাত্র ৬০টি নির্ধারিত প্রবেশপথে প্রযোজ্য।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনের পর্যটন ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।
মারিয়া