ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতির জন্য সময় লাগবে : কাতার

প্রকাশিত: ২০:৫৯, ৮ জুলাই ২০২৫

গাজায় যুদ্ধবিরতির জন্য সময় লাগবে : কাতার

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তবে এতে সময় লাগবে বলে সতর্ক করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, “এই মুহূর্তে কোনো সময়সীমা বলা যাচ্ছে না। তবে একটি চুক্তি পর্যন্ত পৌঁছাতে আরও সময় লাগবে।”

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য আলোচনায় অগ্রগতির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন।

গাজায় ২১ মাসের লড়াইয়ের পর রবিবার থেকে নতুন এক পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় দোহায় তৃতীয় দিনের মতো এ আলোচনা চলছে।

আল-আনসারি জানান, “দুই পক্ষই দোহায় অবস্থান করছে এবং আমরা তাদের সঙ্গে আলাদাভাবে আলোচনার কাঠামো ঠিক করছি। মূল আলোচনা এখনো শুরু হয়নি, তবে উভয় পক্ষের ইতিবাচক সম্পৃক্ততা ভালো লক্ষণ।”

আলোচনার ঘনিষ্ঠ ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির কথা রয়েছে। এই সময়ে হামাস ১০ জন জীবিত জিম্মি ও কয়েকটি মৃতদেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে।

তবে হামাস এ ছাড়াও ইসরায়েলি সেনা প্রত্যাহার, আলোচনা চলাকালে যুদ্ধ বন্ধ রাখার নিশ্চয়তা এবং জাতিসংঘের নেতৃত্বে ত্রাণ বিতরণ ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা চাইছে।

আলোচনার শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন। তবে দোহায় অবস্থানরত আলোচকরা এটিকে একটি সম্ভাব্য সমাধানের দিকে অগ্রগতির ইঙ্গিত হিসেবেই দেখছেন।

মিমিয়া

×