ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর নাটক শুরু!

প্রকাশিত: ০৯:৩৯, ৮ জুলাই ২০২৫

নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর নাটক শুরু!

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ঘোষণা করেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। এ উপলক্ষে তিনি নোবেল কমিটিকে পাঠানো একটি চিঠি হোয়াইট হাউসে নৈশভোজের সময় ট্রাম্পকে তুলে দেন।

নেতানিয়াহু বলেন, “তিনি এখনই একের পর এক দেশ ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।”

ডোনাল্ড ট্রাম্প এর আগেও বহুবার তার সমর্থক ও ঘনিষ্ঠ আইনপ্রণেতাদের কাছ থেকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন। তবে এই সম্মানজনক পুরস্কার না পাওয়া নিয়ে তিনি প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা এবং সার্বিয়া ও কসোভোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সত্ত্বেও নরওয়ের নোবেল কমিটি তাকে উপেক্ষা করেছে।

এছাড়া, মিসর ও ইথিওপিয়ার মধ্যে শান্তি রক্ষার প্রচেষ্টা এবং ইসরায়েল ও একাধিক আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডের জন্যও তিনি স্বীকৃতি দাবি করেছেন।

ট্রাম্প নির্বাচনী প্রচারণায় নিজেকে একজন “শান্তির দূত” হিসেবে তুলে ধরেছিলেন, যিনি তার কৌশলী আলোচনার মাধ্যমে দ্রুতই ইউক্রেন ও গাজার যুদ্ধ বন্ধ করবেন— যদিও তার প্রেসিডেন্সির পাঁচ মাস পেরিয়ে গেলেও উভয় সংঘাতই এখনো চলছে।

আবির

×